• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঈশ্বরদীতে উদ্বোধন হলো ‘সাঁঝের মায়া–আই লাভ ঈশ্বরদী’ পর্যটন পয়েন্ট


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি আগস্ট ৩১, ২০২৫, ১০:০৬ পিএম
ঈশ্বরদীতে উদ্বোধন হলো ‘সাঁঝের মায়া–আই লাভ ঈশ্বরদী’ পর্যটন পয়েন্ট

পাবনা: ঈশ্বরদীতে ঐতিহ্যবাহী সাড়াঘাটে উদ্বোধন করা হলো বহুল প্রতীক্ষিত নতুন পর্যটন পয়েন্ট 'সাঁঝের মায়া– আই লাভ ঈশ্বরদী'।

রোববার (৩১ আগষ্ট)  সন্ধ্যায় পদ্মা নদীর মনোরম তীরে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন নাটোর জেলার এডিসি হিসেবে পদায়ন পাওয়া ঈশ্বরদী উপজেলার বিদায়ী নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস।

উদ্বোধনের সময় পদ্মার বুকে সোনালি আভায় ভেসে থাকা মনোমুগ্ধকর পরিবেশে ‘সাঁঝের মায়া’ ঈশ্বরদীবাসীর কাছে নতুন পর্যটন আকর্ষণ হয়ে ওঠে।

স্থানীয়রা আশা প্রকাশ করে বলেন, এ স্থাপনা ঈশ্বরদীর ঐতিহ্য, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্য দেশ-বিদেশে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি পর্যটন ও বিনোদন প্রেমীদের জন্য একটি ব্যতিক্রমী কেন্দ্র হয়ে উঠবে বলে তারা মনে করছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাগত সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মোছা :আকলিমা খাতুন, সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল মমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিহাব উদ্দিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় জনসাধারণ।

এআর

Wordbridge School
Link copied!