• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিএনপির কেন্দ্রীয় নেতার ওপর হামলার মামলায় ৭ জনের জেলহাজত 


বরিশাল প্রতিনিধি  আগস্ট ৩১, ২০২৫, ১০:২৪ পিএম
বিএনপির কেন্দ্রীয় নেতার ওপর হামলার মামলায় ৭ জনের জেলহাজত 

বরগুনা: বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বরগুনা ২ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনির উপর হামলা ও গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগের মামলায় ৭ আওয়ামী লীগের নেতা কর্মির জামিন আবেদন বাতিল করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 

আসামিরা স্বেচ্ছায় আদালতে হাজির হলে তাদের জামিন আবেদন না মঞ্জুর করে আদালত। রোববার (৩১ আগষ্ট) বরগুনার জেলা ও দায়রা জজ মো. সাইফুর রহমান এই আদেশ দেন। 

আসামিরা হলেন-  লাভু মিয়া ওরফে মো. জাকির হোসেন লাভু, গোলাম মাওলা মিলন, মারজান আবদুল্লা আল মারজান, জাকারিয়া সুমন, মো. নিজাম মো. নিজাম উদ্দিন তালুকদার, কিবরিয়া ও মো. খলিল। 

এদের বাড়ি জেলার পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় এবং এরা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী। 

মামলা সূত্রে জানা যায়, বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি তার পূর্ব ঘোষিত পাথরঘাটায় সভা করার জন্য ২০২২ সালের ৪ সেপ্টেম্বর গাড়ি বহর নিয়ে ঢাকা থেকে পাথরঘাটা যাচ্ছিলেন। ওই দিন বিকাল অনুমানিক সাড়ে ৩ টার দিকে গাড়ি বহর নিয়ে পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের সিএন্ডবি বাজারে পৌঁছলে বরগুনা-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনের নেতৃত্বে আওয়ামীলীগের ১০৫ জন নেতা কর্মিরা অজ্ঞাত আরও দুইশত কর্মিরা নুরুল ইসলাম মনির উপর অতর্কিত হামলা চালায়। 

এতে সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মণি গুরুতর আহত হন।  ঘটনায় বিএনপির শতাধিক নেতা কর্মী আহত হন এবং অর্ধশত গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

আওয়ামী লীগ সরকার পতনের পর এই ঘটনায় সোলায়মান সাদিক নামে একজন বাদি হয়ে পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের ১০৫ জন নেতা-কর্মীর বিরুদ্ধে ২০২৪ সালের ৪ অক্টোবর আদালতে মামলা করেন।

আসামি পক্ষের আইনজীবী মো. নাসির উদ্দিন সোহাগ বলেন, আমারা বিজ্ঞ আদালতের আদেশের বিরুদ্ধে আসামিদের জামিনের জন্য উচ্চ আদালতে আবেদন করবো।

এআর

Wordbridge School
Link copied!