• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

চট্টগ্রামে জশনে জুলুসে অসুস্থ হয়ে দুইজনের মৃত্যু


চট্টগ্রাম প্রতিনিধি সেপ্টেম্বর ৬, ২০২৫, ০২:৫৩ পিএম
চট্টগ্রামে জশনে জুলুসে অসুস্থ হয়ে দুইজনের মৃত্যু

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসে অসুস্থ হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নগরের মুরাদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন: চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা আইয়ুব আলী (৬০) এবং নগরের কালামিয়া বাজার এলাকার সাইফুল ইসলাম (১৩)। আহত অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, ভিড়ের চাপে এবং প্রচণ্ড গরমের কারণে ওই দুই ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে উপস্থিত লোকজন তাদের হাসপাতালে নেন। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। 

পিএস

Wordbridge School
Link copied!