• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নোয়াখালীতে সিঁধ কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার


নোয়াখালী প্রতিনিধি অক্টোবর ১৩, ২০২৫, ০৩:০৮ পিএম
নোয়াখালীতে সিঁধ কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার

ছবি: প্রতিনিধি

নোয়াখালীর সদর উপজেলায় সিঁধ কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গ্রেপ্তার ব্যক্তি মো. জসিম (৩২)। তিনি সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজচরা গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

রোববার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলা থেকে জসিমকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

র‌্যাব জানায়, ভুক্তভোগী গৃহবধূ নিঃসন্তান। তার স্বামী ব্যাটারি চালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন এবং সপ্তাহে একদিন বাড়ি ফিরতেন। ওই গৃহবধূ পালিত কন্যাসন্তানকে নিয়ে বাড়িতে থাকতেন।

গত ১৭ সেপ্টেম্বর রাতে জসিম ও তার এক সহযোগী সিঁধ কেটে গৃহবধূর ঘরে প্রবেশ করে। পরে গৃহবধূর ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করা হয়। জসিম গৃহবধূর মুখ চেপে ধরলে তিনি তাকে চিনে ফেলেন। এরপর গৃহবধূর মুখে চুল ঢুকিয়ে দিয়ে হত্যার চেষ্টা করা হয়।

র‌্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু বলেন, ‘ঘটনার পর গৃহবধূ সুধারাম মডেল থানায় মামলা দায়ের করেন। এরপর থেকে আসামি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

গ্রেপ্তার জসিমকে সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এসএইচ

Wordbridge School
Link copied!