• ঢাকা
  • শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ২২ কার্তিক ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিএনপি ফ্যাসিবাদ কায়েমের ষড়যন্ত্রে লিপ্ত: হামিদুর রহমান আযাদ


চট্টগ্রাম প্রতিনিধি অক্টোবর ১৪, ২০২৫, ০৬:১১ পিএম
বিএনপি ফ্যাসিবাদ কায়েমের ষড়যন্ত্রে লিপ্ত: হামিদুর রহমান আযাদ

ছবি: প্রতিনিধি

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আযাদ বলেছেন, বিএনপি বাংলাদেশে পুনরায় ফ্যাসিবাদ কায়েম করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) তিনি ৫ দফা দাবি আদায়ে চট্টগ্রামের ওয়াসার মোড়ে আয়োজিত জামায়াতের মানববন্ধনে এসব মন্তব্য করেন।

হামিদুর রহমান আযাদ বলেন, সংস্কার কমিশনে সকল দল একমত হলেও বিএনপি বারবার জাতির সঙ্গে তামাশা করছে। বিএনপির কথামতো কমিশন কাজ করছে এবং কমিশন তাদের দলীয় কমিশনে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের দিনে গণভোটের দাবি সম্পূর্ণ অযৌক্তিক এবং বাংলাদেশের মানুষ এ ধরনের প্রস্তাব কখনোই গ্রহণ করবে না। বহু রক্তের বিনিময়ে অর্জিত দেশ নিয়ে বিএনপি ক্ষমতার খেলা খেলছে, তাই জনগণের দাবি মেনে নেওয়ার জন্য তাদের সতর্ক করা হচ্ছে।

মানববন্ধনে চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমির নজরুল ইসলাম বলেন, বর্তমান সংস্কার কমিশন জনগণের সঙ্গে খেলা খেলছে। জনগণকে বোকা ভাবা উচিত নয়, রাজপথে আন্দোলনের মাধ্যমে গণদাবি আদায় করা হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নরুল আমিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ ও অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।

এসএইচ

Wordbridge School
Link copied!