ছবি: প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলায়াপুরের একটি কবরস্থান থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ।
রোববার (৭ ডিসেম্বর) সকালে চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে পাঁচটি রাইফেল ও একটি এলজি।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরবেলায় আলায়াপুরের কবরস্থানে অভিযান চালানো হয়। সেখানে কাগজে মোড়ানো অবস্থায় ছয়টি প্যাকেট পাওয়া যায়। প্রতিটি প্যাকেট থেকেই উদ্ধার হয় একটি করে অস্ত্র। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত থেকে অভিযানটি পরিচালনা হয়।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়জুল আজিম নোমান বলেন, সীমান্তবর্তী এলাকায় বিশেষ নজরদারির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। কবরস্থানে কারা অস্ত্রগুলো পুঁতে রেখেছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ, সংশ্লিষ্টদের শনাক্তে কাজ চলছে।
তিনি আরও জানান, ঘটনাটি নিয়ে আজ বিকেল ৩টায় পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং করে বিস্তারিত তথ্য জানানো হবে।
এসএইচ







































