• ঢাকা
  • শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ২২ কার্তিক ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

একদলীয় শাসনবিন্যাস বিলুপ্ত করতে পি.আর পদ্ধতি জরুরি: মানববন্ধনে বক্তারা


রাজশাহী ব্যুরো অক্টোবর ১৪, ২০২৫, ০৬:৩৫ পিএম
একদলীয় শাসনবিন্যাস বিলুপ্ত করতে পি.আর পদ্ধতি জরুরি: মানববন্ধনে বক্তারা

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে ‘জুলাই সনদ ও পি.আর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় নগরীর জিরো পয়েন্ট থেকে আলুপট্রি এবং জিরো পয়েন্ট থেকে নিউমার্কেট রোডে সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান নির্বাচন প্রক্রিয়ায় একদলীয় শাসনবিন্যাস বিলুপ্ত করতে পি.আর পদ্ধতির বিকল্প নেই। তারা বলেন, এদেশে আর কোনো একদলীয় শাসন ব্যবস্থার মধ্য দিয়ে নতুন ফ্যাসিস্ট সরকার দেখতে চাইনা। পি.আর পদ্ধতিতে নির্বাচন হলে মনোনয়ন বাণিজ্য, রাজনৈতিক পেশীশক্তির ব্যবহার ও রাজনৈতিক দুর্বৃত্তায়ন কমে যাবে।

বক্তারা আরও বলেন, ভোটার যখন ভোট দেন, তিনি আশা করেন তার মত বা আদর্শের প্রতিনিধি সংসদে আসবে। পি.আর পদ্ধতিতে ভোটের অনুপাতে সংসদে আসন বরাদ্দ করলে ছোট দল, ক্ষুদ্র নৃগোষ্ঠী, নারী, ধর্মীয় সংখ্যালঘু এবং নতুন রাজনৈতিক দলও সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পায়। এতে রাজনৈতিক বৈচিত্র্য বৃদ্ধি পায় এবং সমাজের বিভিন্ন স্তরের কণ্ঠস্বর সংসদে উঠে আসে। বিশ্বের অনেক উন্নত দেশেই এই পদ্ধতি চালু রয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী জামায়াতের আমীর ড. মাওলানা কেরামত আলী। সঞ্চালনায় ছিলেন মহানগরী জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ।

উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর এ্যাড. আবু মোহাম্মদ সেলিম, নায়েবে আমীর ও রাজশাহী সদর-২ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডাক্তার মোহাম্মাদ জাহাঙ্গীর, সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, মো. শাহাদৎ হোসাইন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ, মহানগরী শিল্প ও বাণিজ্য সেক্রেটারি অধ্যাপক এ কে এম সারওয়ার জাহান প্রিন্স, তারবিয়াত সেক্রেটারি হাফেজ নুরুজ্জামান, সহকারী প্রচার ও মিডিয়া সম্পাদক মোস্তাফিজুর রহমান আশু প্রমুখ।

এসএইচ

Wordbridge School
Link copied!