• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বরগুনা-১ আসনে ভোটারদের জল্পনা বিএনপি বনাম ইসলামী দল


তাপস মাহমুদ, বরগুনা নভেম্বর ৬, ২০২৫, ০৬:৪৫ পিএম
বরগুনা-১ আসনে ভোটারদের জল্পনা বিএনপি বনাম ইসলামী দল

ছবি: প্রতিনিধি

জাতীয় সংসদের সংসদীয় আসন ১০৮ (বরগুনা সদর-আমতলী ও তালতলী) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বইছে নির্বাচনী হাওয়া ও রাজনৈতিক তৎপরতা। বরগুনার জনপদে নির্বাচনী হাওয়ায় প্রার্থীরা ব্যস্ত হয়ে পড়েছেন গণসংযোগে। বরগুনা-১ আসনটি বরাবর আওয়ামী লীগের ঘাঁটি হলেও এবার দলটি নিষিদ্ধ থাকায় আসনটি ধরে রাখতে মরিয়া বিএনপি, ইসলামি আন্দোলন বাংলাদেশ ও জামায়াত ইসলামির প্রার্থীরা। তবে শেষ মুহূর্তে স্বতন্ত্র প্রার্থী বা অন্য কোনো রাজনৈতিক দলের মনোনয়নপ্রাপ্ত প্রার্থীও নির্বাচনে চমক দিতে পারেন।

বরগুনা সদর, আমতলী ও তালতলী নিয়ে গঠিত বরগুনা-১ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লক্ষ ১২ হাজার ৬০৩ জন। পুরুষ ভোটার ২ লক্ষ ৫৫ হাজার ১২৭ জন, নারী ভোটার ২ লক্ষ ৫৭ হাজার ৪৬৫ জন। বরগুনা সদর ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত, মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৪৪ হাজার ২২০ জন। আমতলী উপজেলা ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত, ভোটার সংখ্যা ১ লক্ষ ৮৫ হাজার ৭২৪। তালতলী উপজেলা ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত, ভোটার সংখ্যা ৮৬ হাজার ৯৪২।

বরগুনা-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা নিয়ে বিভিন্ন জন সমাবেশ, মিছিল ও সভা আয়োজন করেছেন। অন্যান্য দলও তৃণমূল পর্যায়ে সভা, সমাবেশ ও গণসংযোগে ব্যস্ত। জনপদের চা-দোকান ও হাট-বাজারে এখন আলোচনার কেন্দ্রবিন্দু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কে হবেন নতুন সংসদ সদস্য এবং মনোনয়ন দাখিলের আগ পর্যন্ত কে নির্বাচন করবে। দেশের নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে চলছে নানা জল্পনা ও কল্পনা।

বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে বরগুনা-১ আসনের শহর, বন্দর ও গ্রামে সাবেক দুইবারের সংসদ সদস্য ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. মতিউর রহমান তালুকদার, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মজিদ মল্লিক, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা, বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক ফিরোজ-উজ জামান মামুন মোল্লা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ফজলুল হক মাস্টার, সাবেক সিনিয়র সহসভাপতি এজেডএম সালেহ ফারুক, সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন, সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রেজবুল কবির, কেন্দ্রীয় মহিলা দলের সহ-সম্পাদক আসমা আজিজ, ওমর আব্দুল্লাহ শাহীন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম গাজী ও অ্যাডভোকেট আব্দুল মজিদ তালুকদার সভা, সমাবেশ ও গণসংযোগ চালিয়েছেন।

দলের মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম বরগুনা-১ আসনের জন্য প্রার্থী হিসেবে জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লার নাম ঘোষণা করেন। মনোনয়ন ঘোষণার পর নেতা-কর্মীরা বরগুনা, আমতলী ও তালতলীতে মিছিল ও সমাবেশ করেছেন। মনোনয়ন প্রত্যাশী মতিউর রহমান তালুকদারের অনুসারীরা মনোনয়নের বিপরীতে তাকে প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে দেখতে চায়। তারা এখনও আশাবাদী যে দল শেষ মুহূর্তে তালুকদারকেই চূড়ান্ত মনোনয়ন দেবে।

মতিউর রহমান তালুকদারের ঘনিষ্ঠজনের সূত্রে জানা গেছে, তিনি আমতলী-তালতলী থেকে সাবেক বরগুনা-৩ আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং সামান্য ব্যবধানে হেরে গেছেন। তিনি উপজেলার উন্নয়নে অনেক ভূমিকা রেখেছেন এবং এখনও এলাকার মানুষের আস্থা অর্জন করেছেন। সূত্র জানায়, বিএনপির মনোনয়ন তালিকা খসড়া এবং মাঠের পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন হতে পারে। দলের হাই কমান্ডও তালুকদারকে গণসংযোগ করতে বলেছেন। দল যদি তাকে উপেক্ষা করে, তিনি স্বতন্ত্র বা অন্য রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে থাকতে পারেন।

বরগুনা-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা আহ্বায়ক মো. নজরুল ইসলাম গণসংযোগে ব্যস্ত। নির্বাচনী আসনের হাট-বাজারে তিনি ৩১ দফার লিফলেট বিতরণ ও জনগণের সঙ্গে কুশল বিনিময় করছেন। তিনি বলেন, "রাজনীতির মাঠে বিএনপির পরীক্ষিত নেতা হিসেবে আমি জনগণের পাশে ছিলাম। উন্নয়ন, গণতন্ত্র ও জনঅধিকার প্রতিষ্ঠায় আজও প্রতিজ্ঞাবদ্ধ। দল আমাকে মনোনয়ন দিয়েছে। আমি দলকে এই আসনটি উপহার দিতে চাই। বরগুনাকে উন্নয়নে এগিয়ে নিতে চাই। অন্যায়, অত্যাচার ও লুটপাটের রাজনীতি বরগুনা-১ থেকে চিরতরে নির্মূল করতে চাই। সাধারণ মানুষ ও নতুন প্রজন্ম আমার প্রতি আস্থা রাখে, ইনশাআল্লাহ ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে।"

বাংলাদেশ জামায়াত ইসলামি মনোনীত প্রার্থী জেলা আমীর মাওলানা মহিব্বুল্লাহ হারুন জয় বরগুনার মাঠে জনসংযোগে ব্যস্ত। তিনি জানান, "জনগণের অধিকার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। যদি জনগণ আস্থা রাখে, আমরা পরিবর্তনের রাজনীতি দেখাব। আগামী নির্বাচনে বিপুল ভোটে আমি বিজয়ী হব।"

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার প্রধান উপদেষ্টা পীর সাহেব কেওড়াবুনিয়া মাওলানা মাহামুদুল হোসাইন ওয়ালিউল্লাহ বরগুনা-১ আসনের মনোনীত প্রার্থী। তিনি বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। দলীয় সূত্র জানায়, বরগুনায় তাদের অবস্থান মজবুত। বিগত দিনে কারচুপি করে প্রার্থীদের হারানো হয়েছে। ৫ আগস্টের পর বরগুনাবাসী দলের কার্যক্রমে সন্তুষ্ট। এবারের নির্বাচনে তিনটি উপজেলায়ও তারা বিপুল ভোটে এগিয়ে থাকবে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বরগুনা-১ আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা তীব্র হবে। প্রতি দলের প্রার্থীরা জনপ্রিয়। ভোটের আগ মুহূর্ত পর্যন্ত বলা যাবে না কে বিজয়ী হবেন। তবে বিএনপি ঐক্যবদ্ধ থাকলে ফল তাদের পক্ষে যেতে পারে বলে মত তাদের।

এসএইচ 

Wordbridge School
Link copied!