• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

অন্তঃসত্ত্বা বুদ্ধি প্রতিবন্ধীকে  ধর্ষণের অভিযোগে চার যুবক গ্রেপ্তার


রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি জানুয়ারি ২৯, ২০২৬, ০৯:৩৬ এএম
অন্তঃসত্ত্বা বুদ্ধি প্রতিবন্ধীকে  ধর্ষণের অভিযোগে চার যুবক গ্রেপ্তার

ঝালকাঠির রাজাপুরে অন্তঃসত্ত্বা এক বুদ্ধি প্রতিবন্ধী গৃহবধুকে ধর্ষণের অভিযোগে সন্দেহভাজন চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দুপুরে তাদের নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো মেৃত মোকছেদ আলী সিকদারের ছেলে মো. রাসেল সিকদার (২৩), মো. জাকির হোসেন খানের ছেলে মো. রাহাত হোনে খান (১৯), আব্দুল হক ব্যাপারীর ছেলে মো. জহির রায়হান ব্যাপারী (২০), মো. বেল্লাল হোনে হাওলাদারের ছেলে মো. সাগর হোসেন হাওলাদার (২০)।

পুলিশ জানায়, মঠববাড়ি ইউনিয়নের দক্ষিণ সাউথপুর এলাকায় ২২ বছর বয়সী সাত মাসের অন্তঃসত্ত¡া বুদ্ধি প্রতিবন্ধী এক গৃহবধুকে মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে ধর্ষণের অভিযোগ উঠে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে বুধবার থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে স্থানীয় ওই
চার যুবককে গ্রেপ্তার কওে পুলিশ।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম বলেন, ভুক্তভোগীর অভিযোগের ওপর ভিত্তিতে করে একটি ধর্ষণের মামলা রুজু করে ভুক্তভোগীকে ডাক্তারী পরীক্ষা ও জবানবন্দীর জন্য আদালতে পাঠানো হয়েছে। ডাক্তারী প্রতিবেদনের পর ঘটনার প্রকৃত তথ্য জানাযাবে। গ্রেপ্তারকৃতদের বিকালে আদালতে পাঠানো হয়েছে।

এম

Wordbridge School
Link copied!