ছবি: প্রতিনিধি
ডোমার উপজেলায় ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপির এমপি প্রার্থীর গাড়িবহরে হামলার মামলায় দুই ইউপি চেয়ারম্যান এবং একজন ইউপি সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন নীলফামারী জেলা জজ আদালত। রোববার দুপুরে বিচারক মো. মনছুর মিয়া তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী, সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাসেল রানা এবং ডোমার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলমগীর রহমান। প্রত্যেকেই স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন।
মামলার তথ্য অনুযায়ী, ২০১৮ সালের ২৩ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে ধানের শীষ প্রতিকের প্রার্থী অধ্যাপক রফিকুল ইসলাম চিলাহাটির দিকে রওনা হলে জোড়াবাড়ি এলাকায় তার গাড়িবহরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এই ঘটনায় অধ্যাপক রফিকুল ইসলাম প্রাণে বেঁচে গেলেও কমপক্ষে ৬০ জন বিএনপির নেতা-কর্মী আহত হন।
২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি রবিউল ইসলাম বাদী হয়ে ৩১ জনের নামে মামলা দায়ের করেন। মামলার প্রাথমিক তদন্তে দুই ইউপি চেয়ারম্যান ও একজন ইউপি সদস্যকে গ্রেপ্তার দেখানো হয়।
ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম জানান, আদালতে জামিনের আবেদন নাকচ হওয়ার পর তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে।
এসএইচ







































