• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সিএমপির দুই থানায় ওসির রদবদল


চট্টগ্রাম প্রতিদিন নভেম্বর ৯, ২০২৫, ০৬:৫৭ পিএম
সিএমপির দুই থানায় ওসির রদবদল

ছবি: প্রতিনিধি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পদে রদবদল করা হয়েছে।

রোববার (৯ নভেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে এ বদলি ও পদায়ন করা হয়। আদেশ অনুযায়ী, বন্দর থানার ওসি মোহাম্মদ আফতাব উদ্দিনকে বদলি করে বাকলিয়া থানার ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে ৩০ জুলাই চান্দগাঁও থানা থেকে বন্দর থানায় বদলি করা হয়েছিল মোহাম্মদ আফতাব উদ্দিনকে।

অন্যদিকে নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোস্তফা আহমেদকে বন্দর থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া বাকলিয়া থানার বর্তমান ওসি ইখতিয়ার উদ্দিনকে সিএমপির কাউন্টার টেররিজম (সিটি) ইউনিটে নিরস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তাকে ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর বাকলিয়া থানায় পদায়ন করা হয়েছিল।

এসএইচ 

Wordbridge School
Link copied!