ছবি: প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিরল প্রজাতির একটি শকুন উদ্ধার করেছে পশ্চিম ধনিরাম সরকারপাড়া এলাকার স্থানীয় মানুষ। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা বাঁশঝাড়ে শকুনটিকে দেখতে পেয়ে আটক করেন। খবর ছড়িয়ে পড়লে দূর-দূরান্ত থেকে শত শত মানুষ ভিড় করেন শকুনটি এক নজর দেখতে। স্থানীয়দের ভাষ্য, শকুনটি অসুস্থ অবস্থায় ছিল।
শকুন দেখতে আসা অনেকেই বলেন, জীবনে এই প্রথম তারা শকুন দেখছেন। তাদের মতে, পাখিটি অসুস্থ এবং দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা উচিত।
ফুলবাড়ী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইন জানান, শকুনটি উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হবে।
এসএইচ







































