ছবি: প্রতিনিধি
পিরোজপুরের নাজিরপুর ও সদর উপজেলার দুই পরিবারের ভিন্ন ধর্ম-ভিন্ন সংস্কৃতি পেরিয়ে একটি প্রেমের গল্প নতুন মাত্রা পেল। ভালোবাসার টানে সনাতন ধর্মাবলম্বী পূজা শিকদার ইসলাম ধর্ম গ্রহণ করে নতুন নাম নিয়েছেন ইরা অহিদ। সোমবার নাজিরপুরের যুবক অহিদুল ইসলামের সঙ্গে কোর্ট ম্যারেজের মাধ্যমে তিনি তাঁর নতুন জীবনের পথ শুরু করেন।
ইরা পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের নন্দিপাড়া গ্রামের, আর অহিদুল নাজিরপুর উপজেলার চৌঠাইমহল গ্রামের বাসিন্দা। রেড ক্রিসেন্ট সোসাইটির যুব কার্যক্রমে এক বছর আগে পরিচয় তাদের। পরিচয় থেকে বন্ধুত্ব, আর বন্ধুত্ব থেকে সম্পর্ক গভীর হওয়ার পর ইরা নিজের ইচ্ছায় ধর্ম সম্পর্কে জানাশোনা বাড়াতে শুরু করেন। পরে স্বেচ্ছায় ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন।
ইরা ও অহিদুলের বিয়ের খবর নন্দিপাড়া এলাকায় আলোচনা তৈরি করেছে। স্থানীয়দের অনেকে বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন। তাঁদের মতে, ভালোবাসা ও সম্মান থাকলে ধর্মীয় ভিন্নতা কখনো সম্পর্কের বাঁধা হয়ে দাঁড়ায় না।
অহিদুল বলেন, এক বছরের সম্পর্কের ভিত্তিতে আমরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। সে স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছে। আমার পরিবার তাকে মেনে নিয়েছে। তার পরিবার এখনো সময় নিচ্ছে। আশা করি তারা শিগগিরই মেনে নেবে। আমরা দুজনই ভালো আছি এবং একসঙ্গে সুন্দর ভবিষ্যৎ গড়তে চাই।
নবদম্পতিকে শুভকামনা জানিয়ে স্থানীয়রা মনে করছেন, ইরা–অহিদুলের সিদ্ধান্ত সমাজে সহমর্মিতা, ভালোবাসা ও বোঝাপড়ার নতুন বার্তা ছড়িয়ে দেবে।
এসএইচ







































