• ঢাকা
  • মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দেশজুড়ে সমন্বিত ও আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি  ডিসেম্বর ৯, ২০২৫, ০৩:২৬ পিএম
দেশজুড়ে সমন্বিত ও আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে

ছবি : প্রতিনিধি

ঈশ্বরদী: প্রধান উপদেষ্টার সড়ক, সেতু ও রেল যোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন বলেছেন, দেশজুড়ে নৌ, রেল ও সড়কপথে সমন্বিত আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য। এলক্ষ্যে প্রতিটি জেলার সংযোগকারী মহাসড়ককে চার লেনে উন্নীত করার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

মঙ্গলবার ( ৯ ডিসেম্বর) সকালে ঈশ্বরদীর পাকশী বিভাগীয় রেল কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ তথ্য জানান।

শেখ মঈনুদ্দিন বলেন, পাবনা থেকে রাজধানী ঢাকায় সরাসরি ট্রেন চলাচল শুরু হচ্ছে ২০২৬ সালের মার্চে। রেল বিভাগে বর্তমানে কিছু কোচ সংকট রয়েছে। খুব অল্প সময়ের মধ্যেই তা কাটিয়ে উঠতে পারবে রেলওয়ে। সবকিছু ঠিক থাকলে মার্চ থেকেই পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চালুর প্রস্তুতি সম্পন্ন করা হবে।

তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল পরিবহণের উদ্দেশ্যে নির্মিত কিন্তু দীর্ঘদিন ধরে অব্যবহৃত রেলস্টেশনটিও পুনর্মূল্যায়নের উদ্যোগ নেয়া হবে বলে জানান তিনি। পুরনো জেলা হিসেবে পাবনার প্রধান আব্দুল হামিদ সড়ক প্রশস্তকরণকে অগ্রাধিকার দেয়া হচ্ছে।

এ ছাড়া আরিচা–খাসচর ফেরি সংযোগ প্রকল্প, পাকশী-বাধেরহাট সড়ক প্রসারণ, কাশীনাথপুর–উল্লাপাড়া সড়ক প্রশস্তকরণ—এই তিনটি প্রকল্প বর্তমানে সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে বলেও তিনি জানান।

ঈশ্বরদী রেলগেটে দীর্ঘদিনের যানজট নিরসনে ওভারপাস নির্মাণের প্রতিশ্রুতিও দেন এই বিশেষ সহকারী।

পিএস

Wordbridge School
Link copied!