• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দুই আবাসিক হোটেলে অভিযান, হাতেনাতে ধরা নারী-পুরুষসহ ১৯ জন


বরিশাল অফিস ডিসেম্বর ১৫, ২০২৫, ০৯:১২ এএম
দুই আবাসিক হোটেলে অভিযান, হাতেনাতে ধরা নারী-পুরুষসহ ১৯ জন

বরিশাল নগরীতে অবৈধ ও সন্দেহজনক কার্যক্রমের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি আবাসিক হোটেল থেকে নারী ও পুরুষসহ মোট ১৯ জনকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।

রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে নগরীর হোটেল পপুলার ও হোটেল চিল-এ একযোগে এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত প্রায় এক ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ৮ জন পুরুষ ও ১১ জন নারীকে বিভিন্ন কক্ষ থেকে আটক করা হয়। অভিযান চলাকালে হোটেল দুটির বিভিন্ন কক্ষ তল্লাশি করে সন্দেহজনক অবস্থায় তাদের আটক করা হয়।

বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশের এসআই গোলাম মো. নাসিম অভিযানে নেতৃত্ব দেন। এ সময় তার সঙ্গে ছিলেন এএসআই কাইয়ুম, এএসআই বোরহান, এএসআই মাহবুবসহ পুলিশের একটি চৌকস দল। অভিযানের সময় হোটেল দুটিতে অবস্থানরত অন্যান্য অতিথিদেরও জিজ্ঞাসাবাদ করা হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের অনেকেই দীর্ঘদিন ধরে এসব হোটেলে নিয়মবহির্ভূতভাবে অবস্থান করছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।আটককৃতদের পরিচয় ও কার্যকলাপ যাচাই করে তদন্ত কার্যক্রম চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকাবাসী জানান, হোটেল পপুলার ও হোটেল চিলকে ঘিরে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ ছিল। দিনের বিভিন্ন সময় অপরিচিত লোকজনের আনাগোনায় তারা উদ্বিগ্ন ছিলেন। পুলিশের এই অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেন এবং নিয়মিত নজরদারির দাবি জানান।

আটক ব্যক্তিরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। আটককৃতরা হলেন, মিঠুন দেবনাথ (২৬), মোঃ সুমন দাস (৩৫), মোঃ জাফর হাওলাদার (৩৫), মোঃ আরিফ হাওলাদার (৩৫), শাওন সিকদার (২৫), শাকিব ফকির (২০), মোঃ সুমি আক্তার (২৭), রিনা আক্তার (১৯), রূপা আক্তার (৩২), জান্নাতুল খাতুন (২২), মোসাঃ মিতু আক্তার (২৯), তানহা (১৯), এনায়েত আলম (৫০), জাফর হাওলাদার (৫০), রাবেয়া আক্তার (২৩), মোসাঃ রুবিনা খাতুন (২৪), তানজিলা (২৯), মনিরা খাতুন (২৪) ও ফারজানা (২০)।

এ বিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল মামুন-উল ইসলাম
বলেন,নগরীর আবাসিক হোটেলগুলোতে অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ দীর্ঘদিন ধরে পাওয়া যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ এই অভিযান পরিচালনা করা হয়। সন্দেহজনক অবস্থায় ১৯ জনকে আটক করা হয়েছে।যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন,নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমন করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

এম

Wordbridge School
Link copied!