ছবি: প্রতিনিধি
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কটুক্তি এবং বিভিন্ন অভিযোগের প্রতিবাদে ঝালকাঠির রাজাপুরে একটি কামিল মাদ্রাসার অধ্যক্ষের অপসারণ দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। বুধবার বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ লোকজন রাজাপুর কামিল (এম এ) মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেন।
অভিযুক্ত অধ্যক্ষ হলেন মুহাম্মদ জাকির হোসাইন। তবে ঘটনার সময় তিনি মাদ্রাসার কাজে ঢাকায় অবস্থান করছিলেন বলে জানা গেছে।
এর আগে একই দাবিতে মাদ্রাসার সামনে ব্যানার নিয়ে প্রায় আধা ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী। মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন আবু সায়েম আকন, মো. মাসুম হোসেন, মো. পনির মৃধা ও মো. রবিউল হোসেনসহ আরও অনেকে। বক্তারা অভিযোগ করেন, অধ্যক্ষ মুহাম্মদ জাকির হোসাইন বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে কটুক্তি করেছেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগও রয়েছে। বক্তারা অধ্যক্ষের অপসারণ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।
খবর পেয়ে রাজাপুর থানা-পুলিশের একটি দল মাদ্রাসা এলাকায় গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করে।
এ বিষয়ে অধ্যক্ষ মুহাম্মদ জাকির হোসাইন বলেন, তাঁকে পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। তিনি এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত দাবি করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, সম্প্রতি মাদ্রাসার একটি নিয়োগকে কেন্দ্র করে যাঁরা সুবিধা নিতে ব্যর্থ হয়েছেন, তাঁরাই এ ধরনের অপপ্রচার চালাচ্ছেন। কক্ষে তালা দেওয়ার বিষয়টি কর্তৃপক্ষ দেখবেন বলেও তিনি জানান।
মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু তাহের খান বলেন, অধ্যক্ষ অপরাধী হলে তদন্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। তবে কোনো সিদ্ধান্ত ছাড়াই তাঁর কক্ষে তালা দেওয়ার বিষয়টি যুক্তিযুক্ত নয় বলে মন্তব্য করেন তিনি।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে বিঘ্নিত না হয়, সে জন্য খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছিল।
এসএইচ







































