• ঢাকা
  • শুক্রবার, ০৯ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

লক্ষ্মীপুর-৪: তানিয়া রবের সম্পদ স্বামীর চেয়ে সাড়ে ৮ গুণ বেশি


লক্ষ্মীপুর প্রতিনিধি  জানুয়ারি ৭, ২০২৬, ০৭:৩৯ পিএম
লক্ষ্মীপুর-৪: তানিয়া রবের সম্পদ স্বামীর চেয়ে সাড়ে ৮ গুণ বেশি

ছবি : প্রতিনিধি

লক্ষ্মীপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের প্রার্থী জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডির) সিনিয়র সহসভাপতি তানিয়া রব পেশায় একজন ব্যবসায়ী। তার বছরে আয় ৮২ লাখ ৯২ হাজার ১১ টাকা ও সম্পদ রয়েছে ১৪ কোটি ৮ লাখ ৯ হাজার ৮৮৭ টাকার। তার স্বামী আ স ম আব্দুর রবের বছরে আয় ২৫ লাখ ৯৯ হাজার ৭৬০ টাকা ও সম্পদ রয়েছে ১ কোটি ৬৫ লাখ ১৪ হাজার ৪০৩ টাকার। 

তানিয়া রবের মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া নির্বাচনী হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে। তানিয়া রব স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক, ডাকসুর সাবেক ভিপি ও সাবেক মন্ত্রী আ স ম আব্দুর রবের সহধর্মিনী। তারা রামগতি উপজেলার চরবাদাম গ্রামের মরহুম আলহাজ আলী আজমের বাড়ির বাসিন্দা। 

তানিয়া রবের হলফনামায় উল্লেখ করা হয়, তিনি পেশায় ব্যবসায়ী। তার অস্থাবর সম্পত্তির মধ্যে ব্যাংকে ২ লাখ ৪৮ হাজার ৯৬১ টাকা এবং বন্ড, ঋণপত্র, স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কোম্পানির শেয়ার রয়েছে ৫ কোটি ৭৫ লাখ ৩ হাজার টাকার। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে তার ৪৫ লাখ টাকার আমানত ও বিনিয়োগ রয়েছে। তার দুটি গাড়ি রয়েছে, যার মূল্য ৬১ লাখ ৬৫ হাজার টাকা। স্বর্ণসহ মূল্যবান ধাতুর ৫০ ভরি গহনা ও ১০ লাখ টাকার আসবাবপত্র রয়েছে। এসব সম্পদের অর্জনকালীন মূল্য ৬ কোটি ৯৪ লাখ ১৬ হাজার ৯৬১ টাকা। এ ছাড়া স্থাবর সম্পত্তিতে তার ১ কোটি ২৯ লাখ ২৬ হাজার ৪৩৩ টাকা মূল্যের আবাসিবক বা বাণিজ্যিক ভবন রয়েছে। বাড়িসহ স্থাবর সম্পত্তির ভাড়া থেকে তার ১৪ লাখ ৭২ হাজার ২২৬ টাকা ও ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান থেকে ৬৮ লাখ ১৯ হাজার ৭৮৫ টাকা আয় হয়। তার বছরে আয় ৮২ লাখ ৯২ হাজার ১১ টাকা ও সম্পদ রয়েছে ১৪ কোটি ৮ লাখ ৯ হাজার ৮৮৭ টাকার। তিনি সবশেষ ২৩ লাখ ২০ হাজার ৭০৮ টাকা আয়কর দিয়েছেন। 

এদিকে তানিয়ার স্বামী আ স ম রবের বছরে আয় ২৫ লাখ ৯৯ হাজার ৭৬০ টাকা ও সম্পদ রয়েছে ১ কোটি ৬৫ লাখ ১৪ হাজার ৪০৩ টাকার। এরমধ্যে তার আর্থিক প্রতিষ্ঠানে ১৬ লাখ ৪২ হাজার ৭২৬ টাকা জমা রয়েছে। বন্ড, ঋণপত্র, স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কোম্পানিতে তার শেয়ার রয়েছে ১ কোটি টাকা। ৩০ লাখ টাকা স্থায়ী আমানত রয়েছে। ১০ ভরি স্বর্ণালংকার ও ১০ লাখ টাকার আসবাবপত্র আছে। উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত ৫৪ লাখ ৫৪ হাজার ৭৭ টাকা। এসব তথ্যে তার অর্জনকালীন মূল্য ২ কোটি ১১ লাখ ২৬ হাজার ৮০৩ টাকা। তিনি সবশেষ ৩ লাখ ৪৭ হাজার ৬০০ টাকা আয়কর দিয়েছেন। 

পিএস

Wordbridge School
Link copied!