• ঢাকা
  • শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ফের শাকিব খানের সঙ্গে জুটি বাঁধতে চান অপু বিশ্বাস


বিনোদন ডেস্ক জানুয়ারি ৯, ২০২৬, ১০:০০ পিএম
ফের শাকিব খানের সঙ্গে জুটি বাঁধতে চান অপু বিশ্বাস

আবারও ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে বড় পর্দায় ফিরতে আগ্রহী অপু বিশ্বাস। এমন ইঙ্গিতই দিলেন অভিনেত্রী। প্রায় দুই বছর পর অভিনয়ে ফেরাকে ঘিরে আলোচনায় থাকা অপু বিশ্বাসের এই মন্তব্য নতুন করে ভক্তদের মধ্যে শাকিব-অপু জুটি নিয়ে কৌতূহল বাড়িয়েছে।

সম্প্রতি নিজের নতুন সিনেমা ‘দুর্বার’ উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হন অপু বিশ্বাস। আলাপচারিতার একপর্যায়ে শাকিব খানের প্রসঙ্গ উঠলে তিনি সম্ভাব্য পুনর্মিলনের বিষয়ে খোলামেলা কথা বলেন।

অপু বিশ্বাস বলেন, “শাকিব খান একজন গ্লোবাল স্টার, সুপারস্টার—এ নিয়ে নতুন করে বলার কিছু নেই। আমি কাজ থেকে বিরতি কাটিয়ে ফিরেছি এবং দর্শক ও ইন্ডাস্ট্রি থেকে যে ভালোবাসা পাচ্ছি, তাতে মনে হচ্ছে অনেক কিছুই সম্ভব। যদি কোনো হৃদয়বান প্রযোজক এগিয়ে আসেন, তাহলে দর্শকদের সেই চাওয়াও পূরণ হতে পারে।”

ঢালিউডের সবচেয়ে জনপ্রিয় জুটিগুলোর একটি হিসেবে পরিচিত শাকিব খান ও অপু বিশ্বাস একসঙ্গে কাজ করেছেন ৭০টির বেশি সিনেমায়। ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের পর দীর্ঘদিন তারা একসঙ্গে পর্দায় হাজির হননি, যা ভক্তদের মধ্যে দীর্ঘদিন ধরেই আলোচনার জন্ম দিয়েছে।

অতীতের স্মৃতি তুলে ধরে অপু বিশ্বাস আরও বলেন, “আমি ও শাকিব একসঙ্গে ৭২টি সিনেমা করেছি। প্রযোজক ও পরিচালকদের আস্থার কারণেই এতগুলো কাজ সম্ভব হয়েছে।”

এদিকে অপু বিশ্বাস অভিনীত নতুন সিনেমা ‘দুর্বার’ পরিচালনা করছেন কামরুল হাসান ফুয়াদ। ছবিটিতে তার বিপরীতে অভিনয় করছেন অভিনেতা আব্দুন নূর সজল। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের কোনো বড় উৎসবকে সামনে রেখে দেশজুড়ে সিনেমাটি মুক্তি দেওয়ার কথা রয়েছে।

এম

Wordbridge School
Link copied!