• ঢাকা
  • শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাজধানীতে বনানীর আবাসিক ভবনে আগুন


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৩০, ২০২৬, ০৮:৪৩ পিএম
রাজধানীতে বনানীর আবাসিক ভবনে আগুন

ফাইল ছবি

রাজধানীর বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকায় একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই আবাসিক ভবনে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাজী আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। আগুন লাগার খবর পাওয়ার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

তিনি বলেন, “একটি পাঁচতলা ভবনের পঞ্চম তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।”

ফেইসবুক পোস্টে গুলশান ট্রাফিক বিভাগও বলেছে, বনানী চেয়ারম্যানবাড়ি ফ্লাইওভারের সামনে একটি ভবনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর কাজ করছেন। এর ফলে সড়কের বিমানবন্দরগামী অংশে যান চলাচল বন্ধ থাকার কথাও বলা হয়েছে ওই পোস্টে।

তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে, সে বিষয়ে কিছু জানা যায়নি। এছাড়া অগ্নিকাণ্ডের এ ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবরও পাওয়া যায়নি।

এসবিআর

Wordbridge School
Link copied!