• ঢাকা
  • শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কে হতে পারেন প্রধানমন্ত্রী, নতুন জরিপ প্রকাশ


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৩০, ২০২৬, ০৮:২৪ পিএম
কে হতে পারেন প্রধানমন্ত্রী, নতুন জরিপ প্রকাশ

ফাইল ছবি

ঢাকা: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কে হবেন প্রধানমন্ত্রী এমন একটি জরিপ প্রকাশ করা হয়েচে। জরিপে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে সরকার প্রধান হিসেবে দেখতে চান ৪৭.৬ শতাংশ ভোটার। আর জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে এগিয়ে রেখেছেন ২২.৫ শতাংশ। এছাড়াও ২.৭ শতাংশ নাহিদ ইসলামকে সমর্থন দিয়েছেন।

জনগণের নির্বাচন ভাবনা নিয়ে ইনোভিশন কনসাল্টিংয়ের তৃতীয় ধাপের জরিপে তুলে ধরা হয়েছে এসব তথ্য। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে কারওয়ান বাজারের বিডিবিএল ভবনে জরিপটি উপস্থাপন করে সামাজিক গবেষণা প্রতিষ্ঠানটি।
 
জরিপের তথ্যমতে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫২.৮০ শতাংশ ভোটার বিএনপি জোটকে ভোট দেবে। আর জামায়াত ও এনসিপি জোটকে ভোট দিতে চায় ৩১ শতাংশ ভোটার। ইসলামী আন্দোলনের প্রতি সমর্থন আছে ১ শতাংশ মানুষের। ভোট নিয়ে কোনো চিন্তা নেই ১৩.২০ শতাংশ মানুষের।
 
জরিপে অংশ নেয়া ৫ হাজার ১৪৭ জনের মধ্যে তারেক রহমানকে সরকার প্রধান হিসেবে এগিয়ে রেখেছেন ৪৭.৬ শতাংশ।
 

জরিপে উত্তর দেননি ২২.২ শতাংশ মানুষ। যদিও এসব সিদ্ধান্তে নারীদের অংশগ্রহণ তুলনামূলক কম। জরিপে অংশ নেয়া ৬৯.৭ শতাংশ নারী মতামত দেননি। এই জরিপ বাস্তবিক অর্থে চূড়ান্ত সিদ্ধান্ত নাও হতে পারে বলে উল্লেখ করা হয়।

পিএস

Wordbridge School
Link copied!