• ঢাকা
  • শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সোনায় সুখবর


আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ৩০, ২০২৬, ০৭:১৯ পিএম
সোনায় সুখবর

ফাইল ছবি

ঢাকা: দ্রুত গতির ঘোড়ার মতো ছুটে চলা সোনার দাম হঠাৎ কমে শুরু করেছে। বিশ্ববাজারে রেকর্ড সাড়ে পাঁচ হাজার ডলারের মাইলফলক অতিক্রমের পর বিশ্ববাজারে সোনার দামে এই পতন বিনিয়োগকারীদের মাঝে কিছুটা স্বস্তি বয়ে এনেছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টা ৪৭ মিনিটে স্পট মার্কেটে সোনার দাম ৭ দশমিক ৫ শতাংশ কমে আউন্স প্রতি ৪ হাজার ৯৯২ দশমিক ০৫ ডলারে নেমে গেছে। এমনকি ফেব্রুয়ারিতে ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসও ৬ দশমিক ৪ শতাংশ কমে ৪ হাজার ৯৮৫ ডলারে নেমে এসেছে। খবর রয়টার্সের।

বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা বাড়ার কারণে হঠাৎ এমন দরপতন দেখা যাচ্ছে।

ইউবিএসের বিশ্লেষক জিওভান্নি স্তাউনোভো অবশ্য বলছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ব্যাপক ঊর্ধ্বগতির পর বাজারে কিছুটা স্থিতিশীলতা স্বাভাবিক। তবে, সোনার দাম এখনো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আরেক বিশ্লেষক রস নরম্যানের মতে, সোনার দাম বর্তমান স্তর থেকে আরও অনেকটা নামতে পারে। তবে, পরবর্তীতে পুনরুদ্ধার হবে। ২০২৬ সালে সোনার গড় দাম হবে ৫ হাজার ৩৭৫ ডলার, যা চতুর্থ প্রান্তিকে সর্বোচ্চ ৬ হাজার ৪০০ ডলারে পৌঁছাতে পারে।

সোনার পাশাপাশি স্পট মার্কেটে রুপার দামও এক ধাক্কায় ১৪ দশমিক ১ শতাংশ কমে আউন্স প্রতি ৯৯ দশমিক ৭৭ ডলারে নেমে এসেছে। এর আগে, বৃহস্পতিবার রেকর্ড ১২১ দশমিক ৬৪ ডলারে পৌঁছে গিয়েছিল রুপার দাম। 

সবশেষ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সোনারর দাম রেকর্ড সর্বোচ্চ ৫ হাজার ৫৯৪ দশমিক ৮২ ডলারে পৌঁছায়।

পিএস

Wordbridge School
Link copied!