• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সাবেক সিইসি নুরুল হুদাকে হেনস্তায় একজন গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক: জুন ২৪, ২০২৫, ০৫:৩৮ পিএম
সাবেক সিইসি নুরুল হুদাকে হেনস্তায় একজন গ্রেপ্তার

ঢাকা: সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছনার ঘটনায় হানিফ মিয়া নামের একজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।  

মঙ্গলবার (২৪ জুন) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম।

তিনি জানান, সোমবার (২৩ জুন) রাতে সেনাবাহিনীর একটি দল হানিফ মিয়াকে আটক করে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করে। এরপর তাকে থানায় হস্তান্তরের পর একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং মঙ্গলবার আদালতে পাঠানো হয়।  

ডিসি মহিদুল আরও জানান, গ্রেপ্তার হানিফ মিয়া স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে তথ্য পাওয়া গেছে।  

রোববার (২২ জুন) রাতে কে এম নুরুল হুদাকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় উত্তপ্ত পরিস্থিতির মধ্যে তাকে ঘিরে জনতা বিক্ষুব্ধ হয়ে পড়ে। একপর্যায়ে তাকে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।  

আইএ

Wordbridge School
Link copied!