• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আশুলিয়ায় ভয় দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার


সাভার (ঢাকা) প্রতিনিধি নভেম্বর ৪, ২০২৪, ০৪:১৮ পিএম
আশুলিয়ায় ভয় দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

ঢাকা: সাভারের আশুলিয়ায় সাত বছরের এক শিশুকে ভয় ভীতি প্রদর্শন করে ধর্ষণের অভিযোগে আমির হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (৪ নভেম্বর) সকালে গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে, রোববার রাতে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ। 

গ্রেপ্তারকৃত আমির হোসেন চাঁদপুর জেলার সদর থানার বহরিয়া গ্রামের মৃত আব্দুল মতিন শেখের ছেলে। সে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ পাকার মাথা এলাকার আমিনুল ইসলাম এর বাড়ির ভাড়াটিয়া।

পুলিশ জানায়, গত ২৯ অক্টোবর রাতে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় হত্যার হুমকি ও ভয়ভীতি দেখিয়ে সাত বছরের ওই শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে আমির হোসেন। ঘটনাটি জানার পর ভুক্তভোগী শিশুটির পরিবার আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ রবিবার রাতে তাকে গ্রেপ্তার করে।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন বলেন, সাত বছরের শিশুকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণকারী আমির হোসেনকে সকালে ভুক্তভোগীর পরিবারের দায়ের করা ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এসএস

Wordbridge School
Link copied!