• ঢাকা
  • শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রোববার আপিল বিভাগের কার্যক্রম চলবে ১১টা পর্যন্ত


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৬, ২০২৫, ১২:৫৬ পিএম
রোববার আপিল বিভাগের কার্যক্রম চলবে ১১টা পর্যন্ত

ছবি : সংগৃহীত

ঢাকা: অবকাশকালীন ছুটি শেষে প্রথম কার্যদিবসে রোববার (১৯ অক্টোবর) আপিল বিভাগের বিচারিক কার্যক্রম সকাল ১১টা পর্যন্ত চলবে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এ বিষয়ে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি দিয়েছে আপিল বিভাগ।

আপিল বিভাগের রেজিস্ট্রার মুহা. হাসানুজ্জামানের বুধবার ১৫ অক্টোবরের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি চলমান অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবস ১৯ অক্টোবর রোববার সাড়ে ১১টা থেকে একটা পর্যন্ত ইনার কোর্ট ইয়ার্ডে অ্যাটর্নি জেনারেল, আইনজীবী সমিতিরি সভাপতি ও সম্পাদক এবং আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিতে হবেন।

এ উদ্দেশ্যে আগামী রোববার (১৯ অক্টোবর) আপিল বিভাগের বিচারিক কার্যক্রম সকাল ১১টা পর্যন্ত চলবে।

পিএস

Wordbridge School
Link copied!