• ঢাকা
  • শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সাবেক হিট অফিসার বুশরাকে দুদকের জিজ্ঞাসাবাদ


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৫, ২০২৬, ১০:৩৬ পিএম
সাবেক হিট অফিসার বুশরাকে দুদকের জিজ্ঞাসাবাদ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক প্রথম চিফ হিট অফিসার (সিএইচও) বুশরা আফরিনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে প্রায় দেড় ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তিনি। সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই জিজ্ঞাসাবাদ চলে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, চলমান একটি অনুসন্ধানের অংশ হিসেবেই তাকে তলব করা হয়েছিল।

দুদক সূত্রে জানা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ খতিয়ে দেখার অংশ হিসেবে তার কন্যা বুশরা আফরিনের কাছ থেকে তথ্য নেওয়া হয়েছে।

উল্লেখ্য, বুশরা আফরিন ডিএনসিসির প্রথম চিফ হিট অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সংশ্লিষ্ট অভিযোগের অনুসন্ধানে প্রয়োজন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে দুদক।

এম

Wordbridge School
Link copied!