• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

নারীর গোসলের ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে চাঁদা দাবি, আটক ২


সিরাজগঞ্জ প্রতিনিধি নভেম্বর ৭, ২০২৪, ০৭:১৮ পিএম
নারীর গোসলের ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে চাঁদা দাবি, আটক ২

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুরে গোপনে ধারণ করা এক নারীর গোসলের ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে চাঁদা দাবি করায় দুজনকে আটক করেছে সেনাবাহিনী। 

বৃহস্পতিবার (৭ অক্টোবর) উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের মাইজবাড়ি গ্রাম থেকে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ধারায় তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, মাইজবাড়ি গ্রামের বেলাল হোসেনের ছেলে রাকিবুল হাসান মিস্টার ও একই গ্রামের খোকন মন্ডলের পুত্র শামিম রেজা বাবু।

জানা যায়, ধুনট উপজেলার এক ব্যক্তি বাদি হয়ে কাজিপুর সেনাবাহিনীর ক্যাম্পে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগটি আমলে নিয়ে রাতেই কাজিপুর সেনাবাহিনী অভিযান চালিয়ে মাইজবাড়ি ইউনিয়নের মাইজবাড়ি গ্রাম থেকে দুজনকে আটক করে কাজিপুর থানায় হস্তান্তর করেন।

থানা সুত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারীর বাথরুমে গোপন ক্যামেরা লাগায় বখাটে রাকিবুল ইসলাম মিস্টার ও শামীম রেজা বাবু। পরে গোপনে ওই নারীর ভিডিও ধারণ করে ৫০ হাজার টাকা দাবী করেন তারা। টাকা না দিলে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয়ও দেখান তারা।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, আটককৃতরা গোপনে গোসলের ভিডিও ধারণ করে ভুক্তভোগী পরিবারের কাছে ৫০ হাজার টাকা দাবি করলে ভুক্তভোগী পরিবার থেকে কাজিপুর সেনাবাহিনীর কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করে। পরে আবার যৌথ অভিযানে অভিযুক্তদের আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।

এসএস

Wordbridge School
Link copied!