• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বেতন পেয়েছে ৯৭.৫৪ শতাংশ শ্রমিক: বিজিএমইএ  


নিজস্ব প্রতিনিধি মে ১২, ২০২১, ০৩:৩১ পিএম
বেতন পেয়েছে ৯৭.৫৪ শতাংশ শ্রমিক: বিজিএমইএ  

ঢাকা: আসন্ন ঈদুল ফেতর উপলক্ষ্যে এপ্রিলের বেতন পেয়েছে ৯৭.৫৪ শতাংশ এবং বোনাস পেয়েছে ৯৯ শতাংশ কারখানার শ্রমিক। এমন তথ্য জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান। 

বুধবার (১২ মে) বিজিএমইএ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। 

ফারুক হাসান জানান, সারাদেশে সচল গার্মেন্টস কারখানা ১৯১৩টি। এর মধ্যে ১৬৬৭ ঢাকায় এবং চট্টগ্রামে ২৪৬ কারখানা রয়েছে। 

মঙ্গলবার (১১ মে) পর্যন্ত শ্রমিকদের এপ্রিল ১৮৬৬টি যা ৯৭.৫৪ শতাংশ বেতন প্রদান করেছে কারখানা।  এর মধ্যে ঢাকার কারখানা সংখ্যা ১৬৫২টি এছাড়া চট্টগ্রামের ২১৪টি কারখানা বেতন দিয়েছে। এছাড়া বোনাস দেওয়া হয়েছে ১৮৮২ বা ৯৯ শতাংশ কারখানার। এর মধ্যে ঢাকার ১৬৫৯ এবং চট্টগ্রামের ২২৩টি কারখানার বোনাস প্রদান করা হয়েছে। 

আজও ঢাকার ১৫টি এবং চট্টগ্রামের ৩২টি গার্মেন্টেসে বেতন এবং ঢাকায় ১৮টিতে বোনাস, চট্টগ্রামের ২৩টি কারখানা বোনাস দেয়া হয়েছে।  

এছাড়াও ৮০০টি গার্মেন্টসকে ক্লোজ মনিটরিয়ের আওতায় এনে ৪৪টি কারখানাকে বিভিন্ন ভাবে সহযোগিতার মাধ্যমে শ্রমিকদের বেতন-ভাতা প্রদান করা হয়েছে।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!