• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর তহবিলে ৫ কোটি টাকার অনুদান দিয়েছে বিজিএমইএ


নিজস্ব প্রতিবেদক জুন ১১, ২০২১, ০১:০১ এএম
প্রধানমন্ত্রীর তহবিলে ৫ কোটি টাকার অনুদান দিয়েছে বিজিএমইএ

ঢাকা : করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ মানুষের জন্য প্রধানমন্ত্রীর করোনা সহায়তা তহবিল ও হাউজ কনষ্ট্রাকশন ফান্ড বাই প্রাইভেট ফাইন্যান্স-এ পাঁচ কোটি টাকার অনুদান দিয়েছেন পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নেতারা।

বৃহস্পতিবার (১০ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্স যোগে এই অনুদানের চেক গ্রহন করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমদ কায়কাউসের কাছে অনুদানের চেক তুলে দেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।

এ সময় অন্যান্যদের মধ্যে বিজিএমইএ এর সাবেক সভাপতি আব্দুস সালাম মূর্শেদী, এমপি, বিজিএমইএ এর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সহ-সভাপতি মোঃ শহিদউল্লাহ আজিম, সহ-সভাপতি (অর্থ) খন্দকার রফিকুল ইসলাম, পরিচালক আসিফ আশরাফ ও পরিচালক মোঃ সাজ্জাদুর রহমান মৃধা (শিপন) উপস্থিত ছিলেন।  

করোনায় ক্ষতিগ্রস্থ মানুষের সহায়তায় এগিয়ে আসার জন্য বিজিএমইএ সভাপতি ফারুক হাসান পাইওনিয়ার গ্রুপ, এ্যাবা গ্রুপ, শারমিন গ্রুপ, লাবিব গ্রুপ, উর্মি গ্রুপ, ইকোটেক্স গ্রুপ  ও একেএইচ গ্রুপকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, যে কোন দুর্দশায় দেশের মানুষের পাশে দাঁড়াতে বিজিএমইএ সদাপ্রস্তুত রয়েছে এবং অঙ্গীকারাবদ্ধ।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!