• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্রগ্রাম বন্দরের উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের অনুরোধ বিজিএমইএ‍‍`র


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৮, ২০২১, ০৮:৪১ পিএম
চট্রগ্রাম বন্দরের উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের অনুরোধ বিজিএমইএ‍‍`র

ঢাকা: চট্রগ্রাম বন্দর দিয়ে আমদানি-রপ্তানির কার্যক্রম গতিশীল ও নির্বিঘ্ন রাখতে গৃহীত উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সরকারকে অনুরোধ জানিয়েছে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের নেতৃত্বে বিজিএমইএ এর একটি প্রতিনিধিদল সোমবার
(১৮ অক্টোবর) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় বিজিএমইএ সভাপতি প্রতিমন্ত্রী কাছে চট্টগ্রাম বন্দরের জন্য গৃহীত পদক্ষেপসমূহের জন্য সরকারকে ধন্যবাদ জানিয়ে এই অনুরোধ করেন।

সাক্ষাৎকালে বিজিএমইএ এর সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান, বিজিএমইএ এর বর্তমান বোর্ডের ১ম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম এবং সিনিয়র সহ-সভাপতি এস এম মান্নান (কচি) উপস্থিত ছিলেন।

এসময় বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, বাংলাদেশের অর্থনীতি প্রসারিত হচ্ছে, তাই দেশের আমদানি-রপ্তানিও বাড়ছে।

তিনি চট্রগ্রাম বন্দরের মাধ্যমে রপ্তানি ও আমদানির বর্ধিত চাহিদা পূরণে চট্রগ্রাম বন্দরের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির জন্য প্রচেষ্টা অব্যাহত রাখার উপর গুরুত্বারোপ করেন।

বিজিএমইএ সভাপতি রপ্তানি-আমদানি কার্যক্রমকে ত্বরান্বিত রাখতে  দেশর স্থল বন্দরগুলোতে সেবা ও সুযোগ সুবিধা আরও উন্নত করতে পদক্ষেপ গ্রহনের জন্যও সরকারকে অনুরোধ জানান।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!