• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে ৩৩ কোম্পানি


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৭, ২০২১, ০৪:১৭ পিএম
বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে ৩৩ কোম্পানি

ফাইল ছবি

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৩ কোম্পানি লভ্যাংশ এবং প্রান্তিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। 

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- ফার্স্ট ফাইন্যান্স, হাক্কানি পাল্প, ইস্টার্ন কেবলস, মনোস্পুল পেপার, পেপার প্রসেসিং, এটলাস বাংলাদেশ, পাওয়ার গ্রীড, এমবি ফার্মা, বেঙ্গল উইন্ডসোর, জেনারেশন নেক্সট ফ্যাশন, এসিআই ফর্মূলেশন, এসিআই, সিলভা ফার্মা, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, এনভয় টেক্সটাইল, মতিন স্পিনিং, ডেল্টা স্পিনার্স, মুন্নু সিরামিক, মুন্নু এগ্রো, মুন্নু ফেব্রিক্স, ডেসকো, এমজেএলবিডি, দেশ গার্মেন্টস, এডিএন টেলিকম, ইন্ট্রাকো, মালেক স্পিনিং, রহিম টেক্সটাইল, অলটেক্স, ইবনে সিনা, বেক্সিমকো সিনথেটিকস, শাইনপুকুর সিরামিক, বেক্সিমকো এবং বেক্সিমকো ফার্মা।

কোম্পানিগুলোর মধ্যে ফার্স্ট ফাইন্যান্সের ১৪ নভেম্বর, বিকাল ৪টায়, হাক্কানি পাল্পের ১৩ নভেম্বর বেলা ১১টায়, ইস্টার্ন কেবলসের ১০ নভেম্বর বিকাল ৩টায়, মনোস্পুল পেপারের ১৩ নভেম্বর দুপুর ১২টায়, পেপার প্রসেসিংয়ের ১৩ নভেম্বর বিকাল ৪টায়, এটলাস বাংলাদেশের ১০ নভেম্বর বিকাল ৫টায়, পাওয়ার গ্রীডের ১৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায়, এমবি ফার্মার ১১ নভেম্বর বিকাল ৩টায়, বেঙ্গল উইন্ডসোরের ১৩ নভেম্বর বিকাল সাড়ে ৪টায়, জেনারেশন নেক্সট ফ্যাশনের ১৪ নভেম্বর বিকাল ৩টায়, এসিআই ফর্মূলেশনের ১১ নভেম্বর বিকাল পৌনে ৩টায়, এসিআইয়ের ১১ নভেম্বর বিকাল ৪টায়, সিলভা ফার্মার ১১ নভেম্বর বিকাল সাড়ে ৩টায়, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের ১১ নভেম্বর বিকাল সাড়ে ৩টায়, এনভয় টেক্সটাইলের ১০ নভেম্বর বিকাল ৩টায়, মতিন স্পিনিংয়ের ১১ নভেম্বর বিকাল ৪টায়, 

ডেল্টা স্পিনার্সের ১১ নভেম্বর বিকাল ৩টায়, মুন্নু সিরামিকের ১৪ নভেম্বর বিকাল ৫টায়, মুন্নু এগ্রোর ১৪ নভেম্বর বিকাল ৪টায়, মুন্নু ফেব্রিক্সের ১৪ নভেম্বর সন্ধ্যা ৬টায়, ডেসকোর ১১ নভেম্বর বিকাল ৪টায়, এমজেএলবিডির ১১ নভেম্বর বিকাল ৪টায়, দেশ গার্মেন্টসের ১৪ নভেম্বর বিকাল ৩.১৫টায়, এডিএন টেলিকমের ১৩ নভেম্বর বিকাল ৩টায়, ইন্ট্রাকোর ১৪ নভেম্বর বিকাল ৪টায়, মালেক স্পিনিংয়ের ১১ নভেম্বর বিকাল পৌনে ৩টায়, রহিম টেক্সটাইলের ১১ নভেম্বর বিকাল পৌনে ৪টায়, অলটেক্সের ১০ নভেম্বর বিকাল ৩টায়, ইবনে সিনার ৯ নভেম্বর বিকাল পৌনে ৩টায়, বেক্সিমকো সিনথেটিকসের ১১ নভেম্বর বিকাল ৫টায়, শাইনপুকুর সিরামিকের ১১ নভেম্বর বিকাল সাড়ে ৪টায়, বেক্সিমকোর ১১ নভেম্বর বিকাল ৪টায় এবং বেক্সিমকো ফার্মার বোর্ড সভা ১১ নভেম্বর বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে ফার্স্ট ফাইন্যান্স, হাক্কানি পাল্প, ইস্টার্ন কেবলস, মনোস্পুল পেপার, পেপার প্রসেসিং, এটলাস বাংলাদেশ, পাওয়ার গ্রীড ও এমবি ফার্মার বোর্ড সভায় সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। 

এছাড়া বেঙ্গল উইন্ডসোর, জেনারেশন নেক্সট ফ্যাশন, এসিআই ফর্মূলেশন, এসিআই, সিলভা ফার্মা, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, এনভয় টেক্সটাইল, মতিন স্পিনিং, ডেল্টা স্পিনার্স, মুন্নু সিরামিক, মুন্নু এগ্রো, মুন্নু ফেব্রিক্স, ডেসকো, এমজেএলবিডি, দেশ গার্মেন্টস, এডিএন টেলিকম, ইন্ট্রাকো, মালেক স্পিনিং, রহিম টেক্সটাইল, অলটেক্স, ইবনে সিনা, বেক্সিমকো সিনথেটিকস, শাইনপুকুর সিরামিক, বেক্সিমকো ও বেক্সিমকো ফার্মার বোর্ড সভায় প্রান্তিক প্রতিবেদন পর্যালোচনা করে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!