ঢাকা : দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকে বড় লোকসানে আর্থিক খাতের কোম্পানি প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড। কোম্পানিটির সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৩-জুন’২৩) ও তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর-২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এর আগের বছরের একই সময়ের তুলনায় আলোচ্য দুই প্রান্তিকেই কোম্পানিটির লোকসান বেড়েছে।
বুধবার (০৪ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাইম ফাইন্যান্সের সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৩-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ০৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৭৭ পয়সা।
এদিকে সমাপ্ত তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৩-সেপ্টেম্বর-২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৬৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১ টাকা ২৫ পয়সা।
৩০ সেপ্টেম্বর,২৩ তারিখে সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি দায় ছিলো ৫ টাকা ৩১ পয়সা।
এএইচ/পিএস