ঢাকা : দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) দেশের নিরীক্ষা ব্যবস্থার সংস্কার এবং সিএমএ সদস্যদের আইনি অধিকার নিশ্চিতের দাবি জানিয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
সংস্থার প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ এফসিএমএ বলেন, “গত দেড় দশকের অব্যবস্থাপনায় দেশের নিরীক্ষা ইকোসিস্টেম ভেঙে পড়েছে। এর ফলে বিনিয়োগ কমেছে এবং খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ২০ হাজার কোটি টাকায়।”
তিনি বলেন, “দুর্বল নিরীক্ষা ব্যবস্থার কারণে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।”
তিনি যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নাইজেরিয়ার উদাহরণ টেনে বলেন, “এসব দেশে একাধিক সংস্থাকে statutory audit করার সুযোগ দেওয়া হয়েছে। অথচ বাংলাদেশে এখনো কেবল সিএ ফার্মগুলোকেই এ সুযোগ দেওয়া হয়, যদিও দেশের নিরীক্ষা চাহিদার তুলনায় সিএ ফার্মের সংখ্যা অপ্রতুল।
প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ দাবি জানান, যেখানে নিরীক্ষা আইনত বাধ্যতামূলক নয়— সেসব ক্ষেত্র যেমন WPPF, Gratuity Fund, NGO, Trust, SME এবং অন্যান্য তহবিলের নিরীক্ষায় এফআরসি বিধিমালার Schedule-1 (গ) অনুযায়ী সিএমএ সদস্যদের সুযোগ দেওয়া হোক। একইসঙ্গে আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ও ফাইনান্স অর্ডিন্যান্সে আইসিএমএবি-এর সদস্যদের অধিকার অন্তর্ভুক্ত করার দাবি তোলেন তিনি।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আইসিএমএবির সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিম এফসিএমএ এবং বর্তমান ভাইস-প্রেসিডেন্ট মোঃ কাউসার আলম এফসিএমএ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—সাবেক প্রেসিডেন্ট মোঃ দেলোয়ার হোসেন এফসিএমএ, সেক্রেটারি হাসনাইন তৌফিক আহমেদ এফসিএমএ, কাউন্সিল সদস্য মোঃ আখতারুজ্জামান এফসিএমএ, মোঃ জাহাঙ্গীর আলম এফসিএমএ এবং নির্বাহী পরিচালক মোঃ মাহবুব উল আলম এফসিএমএ।
আইসিএমএবি দেশে নিরীক্ষা কার্যক্রমে গুণগত পরিবর্তন আনতে এবং আর্থিক সুশাসন প্রতিষ্ঠায় CMA পেশাজীবীদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে।
এএইচ/পিএস







































