ঢাকা: আগামীতে দীর্ঘমেয়াদী অর্থায়নের প্রধান উৎস হিসেবে পুঁজিবাজারকে সম্পূর্ণরূপে বিকশিত করে দেশের পুঁজিবাজারের সাথে সাথে দেশের সামগ্রিক অর্থনীতির বৈপ্লবিক পরিবর্তন সম্ভব হবে।
বৃহস্পতিবার (১৯ জুন) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।
বিজ্ঞপ্তিতে জানান হয়, বুধবার পুঁজিবাজারের উন্নয়নে প্রধান উপদেষ্টার প্রদত্ত নির্দেশনা বাস্তবায়নের বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মধ্যে একটি গঠনমূলক ও ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়।
ঢাকার মতিঝিলে অবস্থিত বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর মো. হাবিবুর রহমান, গভর্নরের উপদেষ্টা মোঃ আহসান উল্লাহ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিএসইসি’র পক্ষ থেকে বৈঠকে অংশগ্রহণ করেন কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার ফারজানা লালারুখসহ বিএসইসির শীর্ষ কর্মকর্তারা।
বৈঠকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে আলোচনা হয়, কীভাবে পুঁজিবাজারকে দীর্ঘমেয়াদী অর্থায়নের একটি শক্তিশালী উৎস হিসেবে কাজে লাগানো যায়। ব্যাংক ঋণের উপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে পুঁজিবাজারের মাধ্যমে বন্ড ও শেয়ার ছেড়ে বৃহৎ শিল্পপ্রতিষ্ঠানসমূহের পুঁজি সংগ্রহের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এছাড়া দেশে একটি শক্তিশালী ও প্রাণবন্ত বন্ড মার্কেট প্রতিষ্ঠা, বন্ড মার্কেটে তারল্য বৃদ্ধি, এবং এই লক্ষ্যে কার্যকর নীতিগত ও কাঠামোগত পদক্ষেপ গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে সিদ্ধান্ত হয় যে, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক এবং বিএসইসির প্রতিনিধিদের সমন্বয়ে একটি যৌথ কমিটি গঠন করা হবে, যা প্রধান উপদেষ্টার নির্দেশনা বাস্তবায়নের কার্যক্রম তদারকি ও সমন্বয় করবে।
উল্লেখ্য, গত ১১ মে তারিখে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে তার সরকারি বাসভবন যমুনা-তে পুঁজিবাজার সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত বৈঠকে বিএসইসির চেয়ারম্যান, অর্থ উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রধান উপদেষ্টা দেশের পুঁজিবাজার উন্নয়নে ৫টি গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন, যার মধ্যে অন্যতম ছিল-দেশের বৃহৎ কোম্পানিসমূহ যেন দীর্ঘমেয়াদি অর্থায়নের ক্ষেত্রে ব্যাংক ঋণের পরিবর্তে পুঁজিবাজার থেকে বন্ড বা শেয়ার ইস্যুর মাধ্যমে পুঁজি সংগ্রহ করে, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
বিএসইসি ইতোমধ্যেই প্রধান উপদেষ্টার নির্দেশনা বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করেছে এবং সংশ্লিষ্ট সকল নিয়ন্ত্রক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করছে।
এআর