• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আইএমএফের দুই কিস্তির টাকা একসঙ্গে পাচ্ছে বাংলাদেশ


নিজস্ব প্রতিবেদক:  জুন ২৪, ২০২৫, ১২:৫৬ পিএম
আইএমএফের দুই কিস্তির টাকা একসঙ্গে পাচ্ছে বাংলাদেশ

ঢাকা : অবশেষ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দুই কিস্তির ১৩০ কোটি মার্কিন ডলার ঋণ একসঙ্গে পাচ্ছে বাংলাদেশ। চলমান ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচির আওতায় এটি তৃতীয় ও চতুর্থ কিস্তির অর্থ। 

আগামী দুইদিনের মধ্যে ঋণের অর্থ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে যুক্ত হবে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও বাংলাদেশ ব্যাংক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। 

তারা জানিয়েছে, আইএমএফের নির্বাহী পর্ষদ এই অর্থ ছাড়ের অনুমোদন দিয়েছে। এই অর্থ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে সহায়তা করবে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ সময় সোমবার রাতে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে আইএমএফ-এর প্রধান কার্যালয়ে সংস্থাটির নির্বাহী পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশকে দেওয়া ঋণ কর্মসূচির আওতায় তৃতীয় ও চতুর্থ পর্যালোচনার (রিভিউ) প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং তা অনুমোদন করা হয়।

সোমবার (২৩ জুন) রাতে দুই কিস্তির প্রস্তাব অনুমোদিত হওয়ার পর বাকি থাকবে ১২৯ কোটি ডলার, যা পাওয়া যাবে আরও দুই কিস্তিতে।

এখানে উল্লেখ্য যে, চতুর্থ কিস্তির অর্থ পাওয়ার কথা ছিল ২০২৪ সালের ডিসেম্বরে। বিভিন্ন কারণে সেটি পেতে ছয় মাস সময় বেশি লেগেছে।

এএইচ/পিএস

Wordbridge School
Link copied!