• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্রেফারেন্স শেয়ার ইস্যুর সিদ্ধান্ত তিতাস গ্যাসের


নিজস্ব প্রতিবেদক জুন ২৯, ২০২৫, ০৫:১৬ পিএম
প্রেফারেন্স শেয়ার ইস্যুর সিদ্ধান্ত তিতাস গ্যাসের

ঢাকা: তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ সরকারের অনুকূলে প্রায় ২৮৩ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। প্রতিটি শেয়ারের ইস্যু মূল্য ১০ টাকা।

রোববার (২৯ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএসই-কে পাঠানো এক বিবৃতিতে কোম্পানিটি জানিয়েছে, ২৮২ কোটি ৭৪ লাখ ৭৪ হাজার ৬৯৫ টাকা শেয়ার মানি ডিপোজিটকে ২৮ কোটি ২৭ লাখ ৪৭ হাজার ৪৬৯টি নন-কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ারে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিচালনা পর্ষদ সভায়।

এই শেয়ারগুলো সরকারের (অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিভাগ) অনুকূলে ইস্যু করা হবে। প্রতিটি শেয়ারের ফেসভ্যালু ও ইস্যু মূল্য ১০ টাকা।

নন-কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার সাধারণ শেয়ারের তুলনায় কম ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয়, বিশেষ করে যখন তা সরকারকে ইস্যু করা হয়। এটি মূলত সরকারের পক্ষ থেকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে বিনিয়োগ করা অর্থকে শেয়ারে রূপান্তরের একটি উদ্যোগ।

কোম্পানিটির সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (২০২৪ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত) তিতাস গ্যাসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯ টাকা ৫৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ৬৭ পয়সা লোকসান হয়।

এদিকে সর্বশেষ ২০২৩-২৪ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এই লভ্যাংশ দিলেও হিসাব বছরটিতে তিতাস গ্যাস শেয়ারপ্রতি ৭ টাকা ৫২ পয়সা লোকসান করে।

কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৯৮ কোটি ৯২ লাখ ২১ হাজার ৮৩১টি। এর মধ্যে ৭৫ শতাংশ আছে সরকারের কাছে। বাকি শেয়ারর মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ১০ দশমিক শূন্য ৮ শতাংশ। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৪ দশমিক ৮৯ শতাংশ এবং বিদেশিদের কাছে দশমিক শূন্য ৩ শতাংশ শেয়ার আছে।

এআর

Wordbridge School
Link copied!