• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভ্যানগার্ড এএমএল ও এসইএমএল লেকচার ফান্ডকে বেমেয়াদিতে রূপান্তরের উদ্যোগ


নিজস্ব প্রতিবেদক জুলাই ২১, ২০২৫, ০৩:৪২ পিএম
ভ্যানগার্ড এএমএল ও এসইএমএল লেকচার ফান্ডকে বেমেয়াদিতে রূপান্তরের উদ্যোগ

ঢাকা: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত দুটি মিউচুয়াল ফান্ডকে মেয়াদি থেকে বেমেয়াদি ফান্ডে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। ফান্ড দুটি হলো- ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড-ওয়ান এবং এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড।

সোমবার (২১ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, আগামী ২৩ ডিসেম্বর এই দুই ফান্ডের মেয়াদ শেষ হবে। নিয়মানুযায়ী, মেয়াদপূর্তির পর ফান্ডগুলোকে অবসায়ন অথবা বেমেয়াদি ফান্ডে রূপান্তর করতে হয়।

ভ্যানগার্ড ফান্ডের ক্ষেত্রে, সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড গত ১৫ জুলাই ফান্ডটির ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে (বিজিআইসি) চিঠির মাধ্যমে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরুর অনুরোধ জানায়। 

এর আগেই, ১০ জুলাই ট্রাস্টি পর্ষদ রূপান্তর প্রস্তাবে সম্মতি দেয়। এরপর ১৬ জুলাই ট্রাস্টি বোর্ড আনুষ্ঠানিকভাবে ফান্ড রূপান্তরের অনুমোদন দেয়। রূপান্তর প্রক্রিয়ার সমস্ত খরচ বহন করবে সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানটি। পাশাপাশি, ইউনিটহোল্ডারদের সম্মতি নেওয়ার জন্য একটি সভা আহ্বান করা হবে।

অন্যদিকে, এসইএমএল লেকচার ফান্ডের সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজিক ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড একইভাবে বিজিআইসিকে প্রয়োজনীয় কার্যক্রম শুরুর অনুরোধ জানায়। ৩ জুলাই তারা রূপান্তরের খরচ বহনের সিদ্ধান্ত নেয় এবং ১৬ জুলাই ট্রাস্টি বোর্ড এই প্রস্তাব অনুমোদন করে। এখানেও ইউনিটহোল্ডারদের মতামতের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮ জুলাই ২০১৫ সালের নির্দেশনা অনুসারে, কোনো মেয়াদি ফান্ডকে বেমেয়াদি ফান্ডে রূপান্তর করলে ফান্ডের মৌলিক বৈশিষ্ট্যে পরিবর্তন ঘটে।

এই প্রক্রিয়ার অংশ হিসেবে, আলোচ্য দুই ফান্ডের লেনদেন ২২ অক্টোবর বন্ধ থাকবে। ২৩ অক্টোবর থেকে ট্রাস্টি বেমেয়াদি ফান্ডের দায়িত্ব গ্রহণ করবে। তবে ইউনিটহোল্ডাররা যদি রূপান্তর প্রস্তাব অনুমোদন না করেন, সেক্ষেত্রে ফান্ডের লেনদেন আগের নিয়মেই চালু থাকবে এবং দায়িত্ব পূর্বের মতো সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের কাছেই থাকবে।

এআর

Wordbridge School
Link copied!