• ঢাকা
  • বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মির্জা আব্বাসের ছেলে

মাকে দিলেন ৩৬ কোটি টাকার শেয়ার উপহার


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৫, ২০২৫, ০৫:৩৮ পিএম
মাকে দিলেন ৩৬ কোটি টাকার শেয়ার উপহার

ফাইল ছবি

ঢাকা : মির্জা আব্বাসের স্ত্রীকে শেয়ারবাজারে তালিকাভুক্ত একটি ব্যাংকের ৩৬ কোটি টাকার শেয়ার উপহার দিচ্ছেন তার সন্তান। রোববার (০৫ সেপ্টেম্বর) সন্তানের পক্ষ থেকে মাকে শেয়ার উপহার দেওয়ার এই ঘোষণা দেওয়া হয়েছে।

ঢাকা ব্যাংকের বর্তমান পরিচালক মির্জা ইয়াসির আব্বাস তাঁর মা আফরোজা আব্বাসকে ব্যাংকের ৩ কোটি ১৩ লাখ শেয়ার উপহার দেবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

শেয়ারবাজারে আজ রোববার ঢাকা ব্যাংকের প্রতিটি শেয়ারের বাজারমূল্য ছিল ১১ টাকা ৫০ পয়সা। সেই হিসেবে ৩ কোটি ১৩ লাখ শেয়ারের বাজার মূল্য দাঁড়ায় প্রায় ৩৬ কোটি টাকা।

ডিএসইতে প্রকাশিত ঘোষণায় আরও বলা হয়েছে, আফরোজা আব্বাস নিজেও ঢাকা ব্যাংকের একজন উদ্যোক্তা। তবে তিনি বর্তমান পরিচালনা পর্ষদে নেই। শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়ম অনুযায়ী, তালিকাভুক্ত কোনো কোম্পানির পরিচালক হতে হলে ওই পরিচালকের হাতে কোম্পানিটির ন্যূনতম দুই শতাংশ শেয়ার থাকা বাধ্যতামূলক।

ঢাকা ব্যাংকের বর্তমান পরিচালক মির্জা ইয়াসির আব্বাস তাঁর মাকে যে পরিমাণ শেয়ার উপহার দিচ্ছেন তা ব্যাংকটির মোট শেয়ারের প্রায় ৩ শতাংশ। ফলে উপহারের এই শেয়ার নিয়েই আফরোজা আব্বাস পরবর্তী সময়ে ব্যাংকটির পরিচালক হতে পারবেন। 

ডিএসইর তথ্য অনুযায়ী, ২০০০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় ঢাকা ব্যাংক। সর্বশেষ গত বছরের ডিসেম্বর শেষে ব্যাংকটির শেয়ারের ৪৪ শতাংশই ছিল এটির উদ্যোক্তা-পরিচালকদের হাতে। ব্যাংকের উদ্যোক্তাদের মধ্যে অন্যতম ছিলেন বিএনপি নেতা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ও তার স্ত্রী আফরোজা আব্বাস।

এএইচ/পিএস

Wordbridge School
Link copied!