• ঢাকা
  • শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কমলো এলপি গ্যাসের দাম


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৭, ২০২৫, ০৪:২১ পিএম
কমলো এলপি গ্যাসের দাম

ছবি : সংগৃহীত

ঢাকা : ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কিছুটা কমেছে। ১২ কেজির এলপিজির সিলিন্ডারের দাম ২৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক হাজার ২৪১ টাকা।

মঙ্গলবার (৭ অক্টোবর) নতুন এ মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ সন্ধ্যা থেকে নতুন এ দাম কার্যকর হবে।

এছাড়া অটোগ্যাসের প্রতি ইউনিটের দাম ৫৮ টাকা ১৫ পয়সা থেকে কমিয়ে ৫৬ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে সেপ্টেম্বর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩ টাকা কমিয়ে এক হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়। ওই মাসে প্রতি ইউনিট অটোগ্যাসের দাম ১৩ পয়সা কমিয়ে নির্ধারণ করা হয় ৫৮ টাকা ১৫ পয়সা।

পিএস

Wordbridge School
Link copied!