• ঢাকা
  • সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ইসলামী ব্যাংকে নবনিযুক্ত সিকিউরিটি গার্ডদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৫, ২০২৫, ০৪:২১ পিএম
ইসলামী ব্যাংকে নবনিযুক্ত সিকিউরিটি গার্ডদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ছবি: সোনালীনিউজ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নবনিযুক্ত সিকিউরিটি গার্ডদের পেশাগত দক্ষতা, প্রশিক্ষণ ও পরিচিতি অর্জনের জন্য ১৪ অক্টোবর ইসলামী ব্যাংক টাওয়ারে ওরিয়েন্টেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন। অনুষ্ঠানে অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম, আইবিটিআর-এর ডাইরেক্টর জেনারেল এএসএম রেজাউল করিম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ হাবিবুর রহমান, এ কে এম কাউসার আলম এবং ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট কর্ণেল (অবঃ) কে এফ এ সোহেলসহ ব্যাংকের অন্যান্য নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওরিয়েন্টেশন কর্মসূচি পুরোদিনব্যাপী অনুষ্ঠিত হয় এবং এতে ১২০ জন নবনিযুক্ত সিকিউরিটি গার্ড অংশগ্রহণ করেন। কর্মসূচির মূল লক্ষ্য ছিল নতুন নিয়োগপ্রাপ্তদের ব্যাংকের নিরাপত্তা নীতি, দায়িত্ব ও পেশাগত দক্ষতা সম্পর্কে পরিচিত করা এবং তাদের সক্ষমতা বৃদ্ধি করা।

ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, সিকিউরিটি গার্ডদের প্রশিক্ষণ ও ওরিয়েন্টেশন কর্মসূচি ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করার পাশাপাশি কর্মীদের পেশাগত মান উন্নয়নে সহায়তা করবে।

এসএইচ

Wordbridge School
Link copied!