• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিশেষ বিবেচনায় অকৃতকার্য শিক্ষার্থীদের পরবর্তী বর্ষে মানোন্নয়ন


নিজস্ব প্রতিবেদক মে ১৬, ২০২২, ০৬:০৬ পিএম
বিশেষ বিবেচনায় অকৃতকার্য শিক্ষার্থীদের পরবর্তী বর্ষে মানোন্নয়ন

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০১৭-২০১৮, ২০১৮-২০১৯, ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের বিভিন্ন পরিক্ষায় তিন বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের করোনা মহামারির কারণে বিশেষ বিবেচনায় পরবর্তী বর্ষে মানোন্নয়ন বা প্রমোশন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সাত কলেজ কর্তৃপক্ষ।

সোমবার (১৬ মে) ঢাবির প্রো-ভিসি (শিক্ষা) ও সাত কলেজের প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. এস এম মাকসুদ কামাল ও ডেপুটি রেজিস্ট্রার মুনসী শামসু উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে ২০২০ সালের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষায় তিন বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরবর্তী বর্ষে উত্তীর্ণ হওয়ার সুযোগ দেওয়া হলো।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সিদ্ধান্ত পরবর্তী কোনো সময়ে উদাহরণ বা নজির হিসেবে দেখানো যাবে না। তারা মানোন্নয়ন পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। পরীক্ষার ফরম পূরণের আগে নিশ্চিত করতে হবে যে, শিক্ষার্থী তিন বিষয়ে অকৃতকার্য হয়েছে।

এর আগে ১২ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব লতিফ আলী চৌধুরী সিনেট ভবনে সাত কলেজের বিভিন্ন বিষয়ে নিয়ে সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী সাত কলেজের অকৃতকার্য শিক্ষার্থীদের পরবর্তী বর্ষে মানোন্নয়ন বা প্রমোশন দেওয়া হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ড. আবদুল বাছির, বিজ্ঞান অনুষদের ডিন ড. আব্দুস সামাদ, ঢাকা কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক এ টি এম মইনুল হোসেন, ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্য প্রমুখ।

সোনালীনিউজ/এএইচ/আইএ

Wordbridge School
Link copied!