• ঢাকা
  • সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আজ আবারও ব্লকেডে নামছে সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৮, ২০২৫, ০৯:৪৬ এএম
আজ আবারও ব্লকেডে নামছে সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে আজ সোমবার (৮ ডিসেম্বর) ফের সড়ক অবরোধ ও ব্লকেড কর্মসূচি পালন করতে যাচ্ছে সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানিয়েছেন, হাতে চূড়ান্ত অধ্যাদেশ না পাওয়া পর্যন্ত তাদের কর্মসূচি থামবে না।

রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা নতুন কর্মসূচির ঘোষণা দেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো বাস্তব অগ্রগতি পাওয়া যায়নি। ফলে দেড় লক্ষাধিক শিক্ষার্থী পরিচয়সংকট, পাঠদান অনিশ্চয়তা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে গভীর উদ্বেগে রয়েছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়া আইন প্রকাশের পরও চূড়ান্ত অধ্যাদেশ প্রণয়নের কাজ বহুদিন ধরে স্থগিত হয়ে আছে। এতে নতুন বিশ্ববিদ্যালয়ের কাঠামো, প্রশাসনিক পরিচয়, পাঠদান প্রক্রিয়া—সবকিছুই অনিশ্চয়তায় ঝুলে আছে।

এম

Wordbridge School
Link copied!