• ঢাকা
  • সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বেসরকারি স্কুল-কলেজে আসছে বড় পরিবর্তন


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৮, ২০২৫, ১২:১৯ পিএম
বেসরকারি স্কুল-কলেজে আসছে বড় পরিবর্তন

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) প্রশাসনে বড় পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। এখন থেকে এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোর প্রধান হিসেবে নিয়োগে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের যুক্ত করার সুযোগ থাকবে।

রোববার (৭ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ এ নির্দেশনা অন্তর্ভুক্ত করা হয়েছে। নীতিমালায় বলা হয়েছে, সরকার প্রয়োজনে প্রতিষ্ঠান পরিচালনার স্বার্থে উপযুক্ত শিক্ষক, কর্মকর্তা বা বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাকে প্রধান হিসেবে প্রেষণে নিয়োগ দিতে পারবে।

নীতিমালায় বেতন-ভাতাদি সংক্রান্ত কঠোর পদক্ষেপের বিষয়ও উল্লেখ আছে। কোনো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারী নিয়োগ বা সরকারি অংশ উত্তোলনে অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের সরকারি বেতন-ভাতাদি সাময়িক স্থগিত, আংশিক বা সম্পূর্ণ বাতিল করা যেতে পারে। পদক্ষেপ গ্রহণের পর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটি/গভর্নিং বোর্ডের সভাপতির নামসহ শিক্ষা মন্ত্রণালয়ে বিস্তারিত প্রতিবেদন পাঠাবে।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, শিক্ষক বা পরিচালনা কমিটি এই সিদ্ধান্তের বিরুদ্ধে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ে আপিল করতে পারবে।

এম

Wordbridge School
Link copied!