• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাহুল গান্ধীকে ‘গাধা’ বলে খোঁচা পরেশ রাওয়ালের


বিনোদন ডেস্ক জানুয়ারি ১৪, ২০২৫, ১২:০৮ পিএম
রাহুল গান্ধীকে ‘গাধা’ বলে খোঁচা পরেশ রাওয়ালের

ঢাকা: কংগ্রেস দলের প্রতি খুব একটা বন্ধু মনোভাবাপন্ন নন পরেশ রাওয়াল। সময় সুযোগ পেলেই তাদের উদ্দেশ্যে কড়া সমালোচনা করেন তিনি প্রকাশ্যেই। বাদ যায় না গান্ধী পরিবারও। সম্প্রতি বলি-অভিনেতার তোপে পড়লেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। 

এক্স হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছিলেন একজন নেটিজেন। কৃত্তিম মেধা দিয়ে তৈরি সেই ছবিতে দেখা যাচ্ছে একটি গাধার মুখোমুখি হাঁটু গেড়ে বসে রয়েছেন রাহুল গান্ধী। 

সেই পোস্টের ক্যাপশনে দেওয়া হয়, ‘কেউ কি এই ছবি থেকে গাধাটিকে সরিয়ে দিতে পারবেন?’ পরেশের চোখে পড়ে সেই পোস্ট। এরপরেই সেই ছবি নিজ এক্স-হ্যান্ডেলে থেকে শেয়ার করেন তিনি। 

ক্যাপশনে লেখেন, ‘তার মানে ছবির পুরো ফ্রেমটাই তো ফাঁকা করতে চাইছ?’ প্রবীণ অভিনেতার ইঙ্গিত স্পষ্ট। অর্থাৎ ছবিতে একটি নয়, দু'টি গাধা রয়েছে তিনি এমনটাই বলতে চাইছেন। 

নেটিজেনদের কেউ হেসে গড়াগড়ি খাচ্ছে ‘বাবু ভাইয়া’র এহেন মন্তব্যে। কেউ বা পোরেশকে পরামর্শ দিলেন, ‘একটু বুঝে কথা বলুন।’

২০১৪ সালে গুজরাট (পূর্ব, আহমেদাবাদ) অঞ্চল থেকে বিজেপির সাংসদ হিসাবে রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন তিনি। অবশ্য ২০১৯ সালে নির্বাচনে আর দাঁড়াননি পরেশ। তবে বিজেপির প্রতি তার সমর্থন যে অটুটু তা বারেবারে প্রমাণ করেছেন তিনি। 

অন্যদিকে, দু'দশকের রাজনৈতিক জীবনে বহুবারই নানান কটাক্ষ-সমালোচনার মুখোমুখি পড়তে হয়েছে সানিয়া-পুত্রকে। তবে সেসব তিনি দারুণ কৌশলে সামলেছেন অথবা এড়িয়ে গেছেন। বিশেষ বিশেষ ক্ষেত্রে পাল্টা জবাবও দিয়েছেন।

ইউআর

Wordbridge School
Link copied!