• ঢাকা
  • সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিদেশে সবচেয়ে বেশি থিয়েটারে ‘জংলি’


বিনোদন প্রতিবেদক এপ্রিল ২৪, ২০২৫, ১১:০৫ এএম
বিদেশে সবচেয়ে বেশি থিয়েটারে ‘জংলি’

ঢাকা: গেল ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিয়াম আহমেদের সিনেমা ‘জংলি’। ছবিটি মুক্তির দিন থেকেই ব্যাপক সাড়া ফেলেছে, এখন পর্যন্ত প্রায় প্রতিটিই শো যাচ্ছে হাউজফুল।

এমন সাফল্যের মধ্যে এবার আন্তর্জাতিক পরিসরে মুক্তি পাচ্ছে ‘জংলি’। আগামী শুক্রবার (২৫ এপ্রিল) থেকে কানাডা, যুক্তরাষ্ট্ররও যুক্তরাজ্যের ৪০টি থিয়েটারে চলবে ছবিটি। এর মধ্য দিয়ে দেশের বাইরে সবচেয়ে বেশি থিয়েটারে একযোগে মুক্তি পেতে যাচ্ছে ‘জংলি’।

পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো-এর পরিবেশনায় আন্তর্জাতিক পরিসরে মুক্তি পাচ্ছে ছবিটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, প্রথম সপ্তাহে কানাডার ৫টি, যুক্তরাষ্ট্রের ২৮টি ও যুক্তরাজ্যের ৭টি থিয়েটারে চলবে ‘জংলি’। যদিও যুক্তরাজ্যে ছবিটি যৌথভাবে পরিবেশনা করছে রিভেরি ফিল্মস। এই তিন দেশের মোট চল্লিশটি শহরে চল্লিশ থিয়েটারে ‘জংলি’ মুক্তি পাচ্ছে বিশ্বখ্যাত চেইন থিয়েটারগুলোতে।

প্রথম সপ্তাহে প্রধান যেসব শহরে চলবে সেগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি, বাফেলো, ডেট্রয়েট, শিকাগো, ফিলাডেলফিয়া, আটলান্টা, ডালাস, হিউস্টন, লস এঞ্জেলেস, ওয়াশিংটন ডিসি, আটলান্টিক সিটি, ক্যানসাস সিটি। কানাডার টরন্টো, মন্ট্রিয়াল, অটোয়া, ভ্যানকুভার, উইন্ডসর ও যুক্তরাজ্যের লন্ডন, বার্মিংহাম, ওয়েম্বলি, লুটন, ফেলথাম শহরের থিয়েটারগুলোতে চলবে ‘জংলি’।

গেল ঈদে মুক্তি পাওয়া একগুচ্ছ ছবির বহরে সিয়াম আহমেদের ‘জংলি’ ছিল বেশ আলাদাই। টিজার দেখে অনেকে অ্যাকশন বা থ্রিলার কেন্দ্রিক ছবি মনে করলেও প্রেক্ষাগৃহে যাওয়ার পর ভিন্ন অভিজ্ঞতা পেয়েছে দর্শকেরা। ছবিটি দেখার পর অধিকাংশই বেরিয়েছেন এক ভিন্ন চেহারা নিয়ে; যাদের চোখে মুখে ছিল কান্নার ছাপ। 

এম রাহিমের পরিচালনায় এই সিনেমায় উঠে এসেছে বাবা-মেয়ের গল্প, যা ছিল প্রেক্ষাগৃহে দর্শকের চোখে কান্না ঝরানোর কারণ। এই সিনেমায় ‘জনি’ থেকে ‘জংলি’ হয়ে ওঠা চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। এছাড়াও পাখি চরিত্রে রয়েছেন শিশু শিল্পী নৈঋতা। সাথে রয়েছেন এইসময়ের জনপ্রিয় নায়িকা বুবলী।

ইউআর

Wordbridge School
Link copied!