• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

২৮০ কোটি রুপি পারিশ্রমিকে এশিয়ার শীর্ষে রজনীকান্ত


বিনোদন ডেস্ক মে ৮, ২০২৫, ১২:১৩ পিএম
২৮০ কোটি রুপি পারিশ্রমিকে এশিয়ার শীর্ষে রজনীকান্ত

ফাইল ছবি

ঢাকা: তামিল সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় প্রকল্প হতে যাচ্ছে ‘কুলি’। ছবিটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত। সিনেমাটি পরিচালনা করছেন বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত পরিচালক লোকেশ কানাগরাজ।

ইতোমধ্যেই সিনেমাটি আলোচনার শীর্ষে উঠে এসেছে তার বিশাল বাজেট এবং রেকর্ড পরিমাণ পারিশ্রমিকের কারণে।

শোনা যাচ্ছে, এই সিনেমার জন্য রজনীকান্ত নিচ্ছেন প্রায় ২৮০ কোটি রুপি। যা তাকে এশিয়ার সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাতে পরিণত করবে। এর আগেও রজনীকান্ত ছিলেন দক্ষিণ ভারতীয় সিনেমার সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া তারকা। এবার নিজেকেই ছাড়িয়ে গেলেন তিনি।

এদিকে পরিচালক লোকেশ কানাগরাজ নিজেও তার আগের সিনেমার তুলনায় পারিশ্রমিক বাড়িয়ে নিয়েছেন। ‘কুলি’র জন্য তিনি নিচ্ছেন ৬০ কোটি রুপি।

সিনেমাটিতে রজনীকান্ত ছাড়াও রয়েছেন দক্ষিণের আরেক তারকা নাগার্জুনা আক্কিনেনি। তিনি ‘সাইমন’ চরিত্রে অভিনয় করবেন। তার পারিশ্রমিক প্রায় ২৪ কোটি রুপি। এছাড়াও বিশেষ একটি চরিত্রে দেখা যাবে বলিউড তারকা আমির খানকে। তিনি পাবেন ২৫ থেকে ৩০ কোটি রুপি।

একটি গানের দৃশ্যে ক্যামিও হিসেবে থাকবেন পূজা হেগড়ে। সেজন্য তিনি পারিশ্রমিক নিচ্ছেন ২ কোটি। সিনেমাটিতে আরও অভিনয় করবেন শ্রুতি হাসান, সত্যরাজ এবং উপেন্দ্র রাও। তারাও বেশ মোটা পারিশ্রমিক পাবেন ছবিতে।

এই মেগা বাজেট অ্যাকশন থ্রিলারটি প্রযোজনা করছে সান পিকচার্স। সংগীত পরিচালনা করছেন জনপ্রিয় সংগীতশিল্পী অনিরুদ্ধ রবিচন্দ্রন।

সম্প্রতি ‘কুলি’ সিনেমার নির্মাতারা একটি নতুন প্রোমো প্রকাশ করা হয়েছে। সেটি প্রকাশের পর থেকেই সিনেমাটি মুক্তির ১০০ দিনের কাউন্টডাউন শুরু হয়েছে। প্রোমোতে রজনীকান্তসহ অন্যান্য তারকাদের চমকপ্রদ লুক প্রকাশ করা হয়েছে। এতে দর্শকদের উত্তেজনা আরও বেড়েছে।

এসআই

Wordbridge School
Link copied!