• ঢাকা
  • শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

‘সানাম তেরি কাসাম টু’ থেকে বাদ পড়লেন পাকিস্তানি অভিনেত্রী 


বিনোদন ডেস্ক মে ১২, ২০২৫, ১২:৪০ পিএম
‘সানাম তেরি কাসাম টু’ থেকে বাদ পড়লেন পাকিস্তানি অভিনেত্রী 

ঢাকা: ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনাকর পরিবেশে বলিউডে পাক অভিনেতাদের বয়কটের ডাক উঠেছে। সেই আর্জিতে সাড়া দিয়ে বড় সিদ্ধান্ত নিলেন ‘সানাম তেরি কাসাম টু’ ছবির পরিচালক রাধিকা রাও এবং বিনয় সাপ্রুর। 

সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে পাকিস্তানি অভিনেত্রী মাওরা হোক্যানকে। যিনি প্রথম কিস্তিতে কাজ করে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন।

মাওরাকে বাদ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে সিনেমার পরিচালকেরা লেখেন, “দেশ, রাজ্য, বাসিন্দাদের উপর যেকোনও ধরনের সন্ত্রাসই ঘৃণ্য। পাকিস্তানের যেসব তারকারা ভারতে কাজ করেছেন, ভালোবাসা পেয়েছেন এমন সময়ে তাদের নীরবতা যন্ত্রণা দেয়। কেউ কেউ তো আবার একধাপ এগিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের পদক্ষেপের সমালোচনা করেছে। তবে আমরা সবসময় সরকারের সিদ্ধান্তের পাশে আছি। কারণ দেশ সবসময় সকলের আগে। জয় হিন্দ।”

গত ২২ এপ্রিল পেহেলগামের বৈসরনে সন্ত্রাসী হামলা চালানো হয়। যেখানে প্রাণ হারান ২৬ জন। তারপর থেকে ফুঁসছে গোটা ভারত। 

এই পরিস্থিতিতে ‘সানাম তেরি কাসাম’ ছবির অভিনেত্রী মাওরা হোক্যান প্রতিবাদে গর্জে ওঠেন। তিনি লেখেন, “নিহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। একজনের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কাজের অর্থ আমাদের সকলের উপর আঘাত হানার সমান। এই বিশ্বে এসব কেন ঘটছে…?”

তবে তা সত্ত্বেও ভারতীয় সিনেমা থেকে পাক অভিনেতাদের বয়কটের ডাক ওঠে। ‘সানাম তেরি কাসাম’ ছবির অভিনেতা হর্ষবর্ধন রানেও পাক অভিনেত্রীর বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেন। পাকিস্তানের কোনও তারকা ছবিতে কাজ করলে, তিনি নেই বলে সাফ জানিয়ে দেন। আর তারপরই যেন শাস্তির খাঁড়া নেমে এল অভিনেত্রী মাওরা হোক্যানের উপর। 

বলে রাখা ভালো, সব ঠিকঠাক থাকলে চলতি বছরেই মুক্তি পেত ‘সানাম তেরি কাসাম’ ছবির সিক্য়ুয়েল। তবে তার আগে সিনেমা থেকে বাদই পড়লেন পাক অভিনেত্রী।

ইউআর

Wordbridge School
Link copied!