ঢাকা: বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) প্রবেশ করে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরে ঘটনার সঙ্গে জড়িত মানিক মিয়া নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (৩১ মে) রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন আটকের তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, হামলার অভিযোগে এফডিসির লোকজনের সহায়তায় মানিক নামের ওই যুবককে আটক করে থানায় আনা হয়। এ ঘটনায় এফডিসি কর্তৃপক্ষ মামলা করছে। এ মামলায় রোববার (১ জুন) তাকে আদালতে পাঠানো হবে।
পুলিশের অপর একটি সূত্র জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানিক নামের ওই যুবকটি মাদকাসক্ত। কী কারণে সে চাপাতি হাতে কেপিআইভুক্ত এলাকায় ঢুকে এ ধরনের কর্মকাণ্ড করেছে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেল সাড়ে ৪টায় চাপাতি হাতে ওই যুবক এফডিসিতে প্রবেশ করে চলচ্চিত্র পরিচালক খোরশেদ আলম খসরু ও এস এ হক অলিককে খুঁজতে থাকে। তাদের না পেয়ে এক পর্যায়ে এফডিসির প্রশাসনিক ভবনে প্রবেশ করেন সেখানকার বেশকিছু গ্লাস ভাঙচুর করে।
ইউআর







































