• ঢাকা
  • সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সত্যিই মা হতে চলেছেন ক্যাটরিনা?


বিনোদন ডেস্ক জুলাই ৩১, ২০২৫, ০২:২০ পিএম
সত্যিই মা হতে চলেছেন ক্যাটরিনা?

ঢাকা: ২০২১ সালের ডিসেম্বরে বলিউড অভিনেতা ভিকি কৌশলকে বিয়ে করেছিলেন ক্যাটরিনা কাইফ। দেখতে দেখতে বিয়ের চার বছর কাটিয়ে ফেললেন এ তারকা জুটি। এর মধ্যে একাধিকবার ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার খবর শিরোনামে উঠে এসেছে। কিন্তু সব খবরই যেন মিথ্যা প্রমাণ হয়েছে। 

তবে এবার সেটা ভুল প্রমাণ হচ্ছে। মা হওয়ার জল্পনা আরও ঘনীভূত হয়েছে। সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে মা হওয়ার সেই গুঞ্জন ডালাপালা মেলেছে। দেখা গেছে, স্ফীতোদর (ফুলে ওঠা পেট) নিয়ে ধীরগতিতে হাঁটছেন ক্যাটরিনা। তবে কি অভিনেত্রী সত্যিই এবার মা হতে চলেছেন?

গত মার্চ মাসের শেষের দিকে ক্যাটরিনা ও ভিকিকে একসঙ্গে দেখা গিয়েছিল বন্ধু কারিশমা কোহলি ও মিখাইল ইয়াওয়ালকার বিয়ের প্রীতিভোজে। নিজের শরীরে ভিকির নামের অস্থায়ী উল্কি করিয়েছিলেন অভিনেত্রী। নজর কেড়েছিল অনুরাগীদের। তার পরে কেটে গেছে তিন মাসেরও বেশি সময়। অবশেষে আবার একসঙ্গে দেখা গেল তাদের।

সামাজিক মাধ্যমে ভিডিওতে দেখা গেছে, হাতে হাত রেখে বেড়াতে যাচ্ছেন ভিকি ও ক্যাটরিনা। ভিকির পরনে সাদা রঙের শার্ট ও নীল ডেনিম প্যান্ট। ক্যাটরিনা পরেছেন সম্পূর্ণ সাদা রঙের কো-অর্ড সেট। এ পোশাক থেকেই অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা শুরু। 

ক্যাটরিনার পরনে সাদা ঢিলেঢালা শার্ট দেখে নেটিজেনদের প্রশ্ন— তবে অভিনেত্রী কি স্ফীতোদর লুকানোর চেষ্টা করছেন অভিনেত্রী। শুধু তাই নয়, গাড়ি থেকে নেমে এসে কিছুটা ধীরগতিতেই হাঁটছিলেন ক্যাটরিনা। এমনই দাবি নেটিজেনদের। এ ভিডিও দেখে তারা প্রায় নিশ্চিত— এবার ভিকি ও ক্যাটরিনার কোলে আসতে চলেছে নতুন সদস্য।

গত বছরও আম্বানিপুত্রের বিয়ের সময়ে ক্যাটরিনার পোশাক ও হাঁটাচলা দেখে নেটিজেনদের মনে হয়েছিল— তিনি অন্তঃসত্ত্বা। গত কয়েক বছরে সামাজিক মাধ্যম ও পাপারাজ্জিদের থেকে দূরত্ব তৈরি করেছেন অভিনেত্রী। অনেক দিন ধরে সিনেমাও করছেন না। তাই সত্যিই ক্যাটরিনা কাইফ অন্তঃসত্ত্বা কিনা, তা সময়ই বলবে।
 

ইউআর

Wordbridge School
Link copied!