• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দেবের সঙ্গে শুভশ্রী, রাজকে খোঁচা দিয়ে প্রাক্তন লিখলেন ‘কিরে, কেমন লাগছে?


বিনোদন ডেস্ক আগস্ট ৬, ২০২৫, ১১:৪৮ এএম
দেবের সঙ্গে শুভশ্রী, রাজকে খোঁচা দিয়ে প্রাক্তন লিখলেন ‘কিরে, কেমন লাগছে?

ঢাকা: ‘ধূমকেতু’ ছবির ট্রেলার লঞ্চের পর থেকেই চর্চায় দেব-শুভশ্রী গাঙ্গুলী। তাদের জুটি ঘিরে অনুরাগীদের উন্মাদনা তুঙ্গে।  আইকনিক এই জুটির নতুন ছবি দেখার অপেক্ষায় অনুরাগীরা। আর সেই সূত্র ধরে আলোচনায় চলে এসেছেন পরিচালক রাজ চক্রবর্তীও। শুভশ্রীর ‘ধূমকেতু’ প্রথম থেকেই উদযাপন করছিলেন তিনি। তবে সিনেমাটির ট্রেলার উন্মোচনের সন্ধ্যার পরই রাজের প্রাক্তন স্ত্রী শতাব্দী মিত্রর একটা পোস্ট ঘিরে আলোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে। 

প্রাক্তন স্বামী রাজকে খোঁচা দিয়ে এই পোস্ট করেছেন শতাব্দী। সোশ্যাল মিডিয়াতে শতাব্দী লিখেছেন, ‘কিরে, কেমন লাগছে? আমারও ঠিক এরকমই লেগেছিল, ঠিক এইরকমই। বুঝলি তো? হিসট্রি রিপিটস। বুকের বাঁদিকটা চিনচিন করছে তো! আমারও করেছিল, ঠিক তেরো বছর আগে।

শতাব্দী আরো লেখেন, ‘আজ তুই যে জায়গায় দাঁড়িয়ে, আমি অনেক আগেই হেঁটেছি সেই পথ ধরে। তোর এই বুকের বাঁদিকের চিনচিনে ব্যথা—আমারও খুব চেনা, ঠিক একই পথ ধরে।

রাজ যখন টলিউডে কাজ করতে শুরু করেন, তখন শতাব্দী তাঁর পাশে ছিলেন। এরপর শতাব্দীর সঙ্গে রাজের বিচ্ছেদ হয়। সেটা অবশ্য শুভশ্রীর জন্য নয়। টলিউডের দুই নামি নায়িকার সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন রাজ। সেই সময়ে বিচ্ছেদের ঘণ্টা বেজে গিয়েছিল।
পরবর্তীকালে শুভশ্রীর সঙ্গে বিয়ে হয় রাজের। তাই শতাব্দী কোনো নাম উল্লেখ না করলেও, তার নিশানা রাজের দিকেই। এক সময়ে রাজ শতাব্দীকে ছেড়ে যাওয়ায় বিষয়টা কি শতাব্দীকে ভাবায়? সেই কারণে এমন খোঁচা দিতে দ্বিধা করলেন না। 

যদিও রাজ-শুভশ্রীর সংসারে অবশ্য কোনো অশান্তি নেই। বিন্দাস সংসার করছেন দুজন। তাদের সংসারে আলো হয়ে এসেছে প্রথম সন্তান। বর্তমানে তারা বেরিয়ে পড়ছেন ছুটি কাটাতে। তাই শতাব্দীর পোস্ট যে রাজ গায়ে মাখছেন না, তা বোঝাই যাচ্ছে।

ইউআর

Wordbridge School
Link copied!