• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আমির পরকীয়া করতেন রয়েছে অবৈধ সন্তানও, অভিযোগ আপন ভাইয়ের


বিনোদন ডেস্ক আগস্ট ১৯, ২০২৫, ০১:০৮ পিএম
আমির পরকীয়া করতেন রয়েছে অবৈধ সন্তানও, অভিযোগ আপন ভাইয়ের

ঢাকা: বলিউড সুপারস্টার আমির খানের বিরুদ্ধে ফের বিস্ফোরক অভিযোগ তুলেছেন তার ভাই ফয়সাল খান। পরিবারের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেছেন, আমির পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন এবং অবৈধ এক সন্তানের জনকও হয়েছেন।

সম্প্রতি ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগঘন পোস্টে ফয়সাল জানান, তিনি আর পরিবারের সঙ্গে কোনও সম্পর্ক রাখতে চান না। শুধু তাই নয়, সেই পোস্টে পরিবারের বিরুদ্ধে একাধিক অভিযোগও তুলেন আমির খানের ভাই। 

এর আগে ফয়সাল বারবার সংবাদমাধ্যমে ভাই আমিরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন। এবার সরাসরি সংবাদ সম্মেলন করে নতুন অভিযোগ সামনে আনলেন তিনি।

ফয়সালের বক্তব্য অনুযায়ী, রিনা দত্তের সঙ্গে বৈবাহিক সম্পর্ক থাকাকালীনই আমির এক সাংবাদিক জেসিকার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। শুধু তাই নয়, তাদের এক অবৈধ সন্তানও রয়েছে বলে দাবি করেন তিনি। যদিও এতদিন এ বিষয়ে আমির বা জেসিকা কেউই প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।

এখানেই শেষ নয়। ফয়সাল আরও অভিযোগ করেন, একসময় তাকে মানসিক রোগী ‘স্কিৎজোফ্রেনিয়া’র রোগী আখ্যা দিয়ে এক বছরেরও বেশি সময় ধরে ঘরবন্দি করে রেখেছিলেন আমির। কেড়ে নেওয়া হয়েছিল মোবাইল, বাইরে যাওয়ার অনুমতিও ছিল না। দেহরক্ষীর নজরদারিতে নানা ওষুধ খাওয়ানো হতো তাকে।

তবে পরিবারের পক্ষ থেকে এর আগেই ফয়সালের এসব দাবি ‘ভিত্তিহীন, বিভ্রান্তিকর এবং কষ্টদায়ক’ বলে খণ্ডন করা হয়েছে। সেই বিবৃতিতে আমিরের সাবেক স্ত্রী রিনা দত্ত, ছেলে জুনেইদ খান, মেয়ে ইরা খান, কিরণ রাও, মনসুর খান, ইমরান খান-সহ পরিবারের অন্যান্য সদস্যরা স্বাক্ষর করেছেন। 

উল্লেখ্য, নয়ের দশকে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করলেও আলোচনায় আসতে পারেননি ফয়সাল খান। ২০০০ সালে আমিরের সঙ্গে ‘মেলা’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। তবে ধীরে ধীরে বলিউড থেকে দূরে সরে যান। এরপর থেকে প্রায়ই ভাইয়ের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করে আসছেন ফয়সাল। এবার পরকীয়া ও অবৈধ সন্তান প্রসঙ্গ টেনে নতুন করে বলিউডে চাঞ্চল্য তৈরি করেছেন তিনি।

ইউআর

Wordbridge School
Link copied!